১৪ বছরে প্রায় ২০ লক্ষ ভারতীয় নাগরিকত্ব ছেড়েছেন

মীনাক্ষী ভট্টাচার্য, দিল্লি, ১৩ ডিসেম্বর– সংসদে প্রকাশিত সরকারি তথ্য অনুযায়ী গত ১৪ বছরে ২০ লক্ষেরও বেশি ভারতীয় নাগরিক দেশ ও নাগরিকত্ব ত্যাগ করেছেন। বিদেশ মন্ত্রকের প্রতিমন্ত্রী কীর্তিবর্ধন সিং লোকসভায় লিখিত জবাবে এই তথ্য জানান। তাঁর বক্তব্য অনুযায়ী, উন্নত জীবনযাপন, ভালো চাকরি এবং শিক্ষার সুযোগের খোঁজেই বিপুল সংখ্যক মানুষ বিদেশে পাড়ি দিচ্ছেন।

পরিসংখ্যান বলছে, গত পাঁচ বছরেই প্রায় ৯ লক্ষ ভারতীয় নাগরিকত্ব ছেড়েছেন। বিশেষ করে ২০২১ সালের পর থেকে নাগরিকত্ব ত্যাগের প্রবণতা আরও বেড়েছে। ২০২২ সালে রেকর্ড সংখ্যক মানুষ ভারতীয় নাগরিকত্ব ত্যাগ করেন। সেই সংখ্যা প্রায় ২ লক্ষ ২৫ হাজার। পরের বছর অর্থাৎ ২০২৩ সালে এই সংখ্যা হয় ২ লক্ষ ১৬ হাজার। ২০২৪ সালের চূড়ান্ত তথ্য এখনও প্রকাশ হয়নি, তবে সরকারি মহল মনে করে, সংখ্যাটি আরও বাড়তে পারে।

কীর্তিবর্ধন সিং জানান, ২০১১ সালে যেখানে নাগরিকত্ব ত্যাগীর সংখ্যা ছিল ১ লক্ষ ২২ হাজারের বেশি, সেখানে পরবর্তী বছরগুলিতে তা ধীরে ধীরে ঊর্ধ্বমুখী হয়েছে। কাজের সুযোগের অভাব, আয় কম, ভবিষ্যৎ নিরাপত্তা ও সন্তানদের শিক্ষার চিন্তা— এইসব কারণেই মানুষ বিদেশে স্থায়ীভাবে বসবাসের সিদ্ধান্ত নিচ্ছেন বলে জানিয়েছেন নাগরিকত্ব ত্যাগীরা।


এদিকে বিদেশে বসবাসকারী ভারতীয়দের সমস্যার কথাও উঠে এসেছে সংসদে। গত তিন বছরে বিদেশে থাকা ভারতীয়দের সঙ্গে সম্পর্কিত প্রায় ৯ লক্ষ ৪৫ হাজার অভিযোগ নথিভুক্ত হয়েছে। এর বেশিরভাগই ওভারসিজ সিটিজেনশিপ অফ ইন্ডিয়া (ওসিআই) কার্ডধারীদের সম্পর্কিত অভিযোগ।
২০২৪–২৫ অর্থবর্ষে সরকারি অনলাইন অভিযোগ ব্যবস্থায় ১৬ হাজারেরও বেশি অভিযোগ জমা পড়েছে। অভিযোগের সংখ্যায় শীর্ষে রয়েছে সৌদি আরব, তার পরে সংযুক্ত আরব আমিরশাহি, মালয়েশিয়া, আমেরিকা, ওমান ও কুয়েত। এই পরিসংখ্যান ঘিরে দেশে কর্মসংস্থান ও জীবনযাত্রা নিয়ে নতুন করে প্রশ্ন উঠতে শুরু করেছে।