আইআইটি ভিলাইয়ের প্রথম বর্ষের ছাত্রের মৃত্যুতে গাফিলতির অভিযোগ

আইআইটি ভিলাইয়ের প্রথম বর্ষের এক পড়ুয়ার মৃত্যুর ঘটনায় গাফিলতির অভিযোগ উঠেছে। মৃতের নাম সৌমিল সাহু (১৮)। মধ্যপ্রদেশের বাসিন্দা সৌমিল ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং-এর ছাত্র ছিলেন। তাঁর পরিবারের দাবি, ক্যাম্পাসের স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসার অবহেলা এবং সময়মতো প্রয়োজনীয় ব্যবস্থা না নেওয়ার কারণে সৌমিলের মৃত্যু হয়েছে।

সূত্রের খবর, সোমবার জ্বরে আক্রান্ত হন সৌমিল। মঙ্গলবার শারীরিক অবস্থার অবনতি শুরু হওয়ায় তাঁকে ক্যাম্পাসের স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। তবে সেখানে প্রয়োজনীয় চিকিৎসা না পেয়ে তাঁকে দ্রুত নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়। এরপর হাসপাতালের চিকিৎসকেরা সৌমিলকে মৃত বলে ঘোষণা করেন।

সৌমিলের পরিবার এবং সহপাঠীদের অভিযোগ, ‘ক্যাম্পাসের স্বাস্থ্যকেন্দ্রে উপযুক্ত চিকিৎসক নেই। যদি সময়মতো চিকিৎসক পাওয়া যেত অথবা অ্যাম্বুল্যান্সের ব্যবস্থা করা হত, তবে সৌমিলকে বাঁচানো সম্ভব ছিল।’ সৌমিলের মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই ক্যাম্পাসে উত্তেজনা দেখা দেয় এবং পড়ুয়ারা বিক্ষোভ দেখাতে শুরু করেন।


বিক্ষোভকারীদের দাবি, আইআইটি ভিলাই-এর মতো দেশের অন্যতম সেরা শিক্ষা প্রতিষ্ঠানে স্বাস্থ্য পরিষেবার এই পরিস্থিতি অত্যন্ত উদ্বেগজনক। ক্যাম্পাসে একাধিক বিষয়ে অব্যবস্থাপনা রয়েছে এবং স্বাস্থ্যকেন্দ্রে প্রয়োজনীয় পরিকাঠামোর অভাব রয়েছে।

ইতিমধ্যেই দুর্গ থানায় সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের বিরুদ্ধে গাফিলতির অভিযোগে মামলা দায়ের হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। অতিরিক্ত পুলিশ সুপার সুখনন্দন রাঠোর জানান, ‘ময়নাতদন্তের পর তদন্ত শুরু করা হয়েছে। আমরা পরিবারের অভিযোগের ভিত্তিতে তদন্ত করে দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেব।’

আইআইটি ভিলাইয়ের কর্তৃপক্ষ শোকপ্রকাশ করে এক বিবৃতিতে জানিয়েছে, ‘এই ঘটনার পর আমাদের মেডিক্যাল অফিসারকে বরখাস্ত করা হয়েছে। ক্যাম্পাসে ২৪ ঘণ্টার স্বাস্থ্য পরিষেবা নিশ্চিত করার জন্য স্বাস্থ্যকর্মী এবং অ্যাম্বুল্যান্সের ব্যবস্থা করা হবে।’

আইআইটি ভিলাই কর্তৃপক্ষ আরও জানিয়েছে, ক্যাম্পাসের স্বাস্থ্যপরিকাঠামো পর্যালোচনা করতে একটি কমিটি গঠন করা হবে। এই কমিটিতে এইমস, স্থানীয় সরকারি মেডিক্যাল কলেজের প্রতিনিধি এবং ছাত্রদের প্রতিনিধিরা অন্তর্ভুক্ত থাকবে। কমিটি ১৫ দিনের মধ্যে রিপোর্ট জমা দেবে।