অহিন্দুর বাড়িতে গেলে ঠ্যাং ভেঙে দেওয়ার নিদান দিলেন ভোপালের প্রাক্তন বিজেপি সাংসদ প্রজ্ঞা সিং ঠাকুর। বিতর্কিত এই মন্তব্য ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে। যদিও ভিডিয়োর সত্যতা যাচাই করেনি দৈনিক স্টেটসম্যান।
প্রজ্ঞা বলেছেন, ‘মন এতটাই শক্ত করুন যে আপনার মেয়ে যদি কোনও অহিন্দুর বাড়ি যায় তাহলে তাকে থামানোর কোনও চেষ্টাই বাকি রাখবেন না। কথা না শুনলে মেরে পা ভেঙে দিন’। মন্তব্যের কড়া সমালোচনা করেছে কংগ্রেস। মধ্যপ্রদেশের রাজ্য কংগ্রেসের মুখপাত্র ভূপেন্দ্র গুপ্তার এর পালটা দিয়ে বলেন, ‘গেরুয়া নেত্রী ঘৃণা ছড়াচ্ছেন। মধ্যপ্রদেশে মাত্র সাতটি ধর্মন্তকরণের ঘটনা সামনে এসেছে। তারপরেও ঘৃণা ছড়ানো হচ্ছে কেন?’