মধ্যরাতে অসমে কোকরাঝাড় জেলায় আইইডি বিস্ফোরণ ঘিরে চাঞ্চল্য ছড়াল। বুধবার রাতে কোকরাঝাড় এবং সালাকাটি স্টেশনের মাঝে রেললাইনে বিস্ফোরণ ঘটে। এর জেরে রেললাইনের একাংশ উড়ে যায়। তবে কোনও হতাহতের ঘটনা ঘটেনি। বিস্ফোরণের জেরে ওই লাইনে বেশ কয়েক ঘণ্টা ট্রেন চলাচল ব্যাহত হয়। কোকরাঝাড়ের পুলিশ সুপার পুষ্পরাজ সিংহ জানিয়েছেন, বিস্ফোরণের ঘটনায় বড়সড় কোনও ক্ষয়ক্ষতি হয়নি। তবে এই হামলার নেপথ্যে কারা রয়েছে, তা জানতে তদন্ত শুরু হয়েছে।
রেল সূত্রে জানা গিয়েছে, রাত ১টা নাগাদ ওই লাইন দিয়ে একটি মালবাহী ট্রেন যাচ্ছিল। হঠাৎই প্রবল ঝাঁকুনি খায় ট্রেনটি। ম্যানেজার তড়িঘড়ি ট্রেন থামান। এরপর দেখা যায়, ট্র্যাকের একটি অংশ এবং বেশ কয়েকটি স্লিপার ক্ষতিগ্রস্ত হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় অসম পুলিশ, আরপিএফ, জিআরপি এবং গোয়েন্দা সংস্থার দল। এরপর লাইন সারানোর কাজ শুরু করেন রেলের কর্মী-ইঞ্জিনিয়াররা। সকাল ৫টা ২৫ মিনিটে রেল চলাচল ফের শুরু হয়।
বিস্ফোরণের জেরে কিছুক্ষণের জন্য ওই লাইনে পরিষেবা বন্ধ হয়ে যায়। যাত্রীদের নিরাপত্তার কথা মাথায় রেখে আপ এবং ডাউন, উভয় লাইনেই ট্রেন চলাচল বন্ধ করে দেন রেল কর্তৃপক্ষ। আটকে পড়েন কয়েকশো যাত্রী। প্রাথমিক তদন্তে অনুমান, ইম্প্রোভাইসড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) ব্যবহার করে হামলা চালানো হয়েছে। প্রসঙ্গত, অসমে রেললাইনে বিস্ফোরণ নতুন ঘটনা নয়। এর আগে একাধিকবার উত্তর-পূর্বের এই রাজ্যে গ্রেনেড বিস্ফোরণ হয়েছে। এমনকী যাত্রীভর্তি চলন্ত ট্রেনেও আইইডি বিস্ফোরণ ঘটেছিল।