দুবাই এয়ার শো-তে তেজস যুদ্ধবিমান ভেঙে পড়ার ঘটনায় শহিদ হলেন ভারতীয় বায়ুসেনার বীর সেনানী উইং কমান্ডার নমন স্যাল। শুক্রবার বিশ্বের অন্যতম বৃহৎ বিমান প্রদর্শনীতে আকাশযুদ্ধ মহড়ার সময় আকস্মিক ভাবে দুর্ঘটনাটি ঘটে। বীর সেনানীর বাড়ি হিমাচল প্রদেশের কাঙরা জেলায়। তাঁর জন্মভূমিতে মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই সেখানে নেমে এসেছে শোকের ছায়া।
ভারতীয় বায়ুসেনা এক বিবৃতিতে জানিয়েছে, ‘আইএএফ গভীর ভাবে এই প্রাণহানিতে শোক প্রকাশ করছে। শোকসন্তপ্ত পরিবারের পাশে আমরা আছি।’ দুর্ঘটনার সঠিক কারণ অনুসন্ধানে ইতিমধ্যে বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।
কর্তব্যপালনে শহিদ উইং কমান্ডার নমন স্যাল। পরিবারের বুক ফাটা কান্নায় ভেঙে পড়েছে গোটা দেশ। জানা গিয়েছে, উইং কমান্ডার নমন স্যাল ২০১৪ সালে বিয়ে করেন। তাঁর একটি কন্যা রয়েছে। পরিবারের সদস্য যোগীন্দর নাথ স্যায়াল সংবাদমাধ্যমকে বলেন, ‘বিকেল তিনটে নাগাদ ভাইয়ের ফোন পাই… ও বলল দুর্ঘটনার কথা। খুব ভেঙে পড়েছি।’ আরও এক আত্মীয় রমেশ কুমার বলেন, ‘৩৪ বছর বয়সে স্কোয়াড্রন লিডার ছিল। খুবই বিনয়ী মানুষ ছিল। পুরো গ্রাম শোকে স্তব্ধ।’
হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং সুখু এই ঘটনায় গভীর শোকপ্রকাশ করেছেন। তিনি উইং কমান্ডার স্যালকে ‘দেশের সাহসী, কর্তব্যনিষ্ঠ এবং বীর সন্তান’ বলে শ্রদ্ধা জানান। তিনি বলেন, ‘এই খবর অত্যন্ত বেদনাদায়ক ও হৃদয়বিদারক। শহিদ নমন স্যালের অদম্য সাহস ও নিষ্ঠাকে শ্রদ্ধা জানাই। শোকের এই সময়ে আমরা পরিবারের পাশে রয়েছি।’
প্রসঙ্গত, এই দুর্ঘটনা তেজসের ইতিহাসে দ্বিতীয় দুর্ঘটনা। এর আগে ২০২৪ সালে জয়সলমিরের কাছে প্রথম দফায় তেজস দুর্ঘটনার শিকার হয়েছিল। সেই রেকর্ডই আরও একবার আলোচনায় এসেছে। তেজস যুদ্ধবিমান তৈরি করে হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড (হ্যাল)। অনভিপ্রেত এই দুর্ঘটনায় সংস্থার পক্ষ থেকেও শোকপ্রকাশ করা হয়েছে। হ্যাল জানিয়েছে, ‘আমরা গভীরভাবে মর্মাহত। শহিদ সেনানীর পরিবারের প্রতি রইল আন্তরিক সমবেদনা।’
দুবাই এয়ার শো-র এই সপ্তাহেই ভারত বিশ্বের সামনে নিজেদের দেশীয় প্রতিরক্ষা প্রযুক্তি তুলে ধরছে। ১৯ নভেম্বর হ্যাল ও জার্মান সেন্সর সংস্থা হেনসল্ডট-এর মধ্যে বড় প্রতিরক্ষা চুক্তিও সম্পন্ন হয়েছে। ভারত-জার্মানি উচ্চপ্রযুক্তি প্রতিরক্ষা সহযোগিতার নতুন অধ্যায়ও এই শো-তেই শুরু হয়েছে।
আকাশে দক্ষ উড়ান দেখিয়ে দেশকে গর্বিত করা সেই বীর সেনানী আজ আর নেই। পরিবার হারিয়েছে প্রিয়জনকে। ভারত হারিয়েছে এক তরতাজা, অকুতোভয় আকাশযোদ্ধাকে। গোটা দেশের শ্রদ্ধা রইল তাঁর প্রতি।