স্ত্রীর নাক কেটে দেওয়া নিয়ে চাঞ্চল্য মধ্যপ্রদেশের ঝাবুয়া জেলায়। বিবাহ বহির্ভূত সম্পর্কের সন্দেহে নিজের স্ত্রীর নাক কেটে দিলেন স্বামী। মঙ্গলবার ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের ঝাবুয়া জেলার পদালওয়া গ্রামে। বুধবার এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, অভিযুক্তকে ইতিমধ্যেই গ্রেপ্তার করেছে পুলিশ। ঝাবুয়া জেলার পুলিশ সুপার শিব দয়াল সিং জানিয়েছেন, মঙ্গলবার রানাপুর থানায় একটি অভিযোগ দায়ের হয়েছে। বছর তেইশের এক মহিলার স্বামী মারধর করে তাঁর নাক কেটে দিয়েছে। আগত অবস্থায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতাল থেকে মেডিকো-লিগ্যাল সার্টিফিকেট (এমএলসি) পাওয়ার পরেই এফআইআর দায়ের করা হয়।
পুলিশ জানিয়েছে, স্ত্রীর চরিত্র নিয়ে বহুদিন থেকেই সন্দেহ করত অভিযুক্ত রাকেশ বিলওয়াল। কয়েকদিন আগে স্ত্রীকে নিয়ে গুজরাতে গিয়েছিলেন কাজের খোঁজে। সেখানে গিয়ে দুজনের মধ্যে বচসা শুরু হয় মূলত স্ত্রীর চরিত্র নিয়ে। এরপরই মঙ্গলবার তাঁরা ফিরে আসেন ঝাবুয়ার পদালওয়া গ্রামে। আক্রান্ত মহিলা জানিয়েছেন, ‘আমরা যখন গুজরাত থেকে ফিরছিলাম, ওঁকে বলেছিলাম সমস্ত সম্পর্ক ছিন্ন করুক। তখন সে বলল, বাড়ি ফিরে পরিবারের সঙ্গে কথা বলবে। কিন্তু বাড়ি পৌঁছনোর পরই ও আমাকে লাঠি দিয়ে মারতে শুরু করে, তারপর ব্লেড দিয়ে আমার নাক কেটে দেয়। এরপর নিজেই হাসপাতালে নিয়ে যায়। আমার ছেলে তখন কাঁদছিল, চিৎকার করছিল, কিন্তু তাও ও ছাড়েনি।’ ঘটনার জেরে স্থানীয় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।