প্রকাশ্যে কয়েকশাে কবর, নতুন করে বালি চাপা দেওয়া হল 

প্রতীকী ছবি (Photo: IANS)

করােনা আবহে অনেক মৃতদেহ গঙ্গায় ভাসছে। সােশ্যাল মিডিয়ায় এই ছবি ভাইরাল হয়ে গিয়েছিল। রীতিমতন সমালােচনার মুখে পড়েছে উত্তরপ্রদেশের যােগী আদিত্যনাথের সরকার। 

এবার দেখা যাচ্ছে, প্রয়াগরাজের সঙ্গম এলাকায় বৃষ্টির ফলে মৃতদেহের উপর বিছানাে কাপড় বেরিয়ে পড়ছে। কয়েকশাে মৃতদেহ কবর দেওয়ার পর বাঁশের লাঠি দিয়ে পৃথক করে দেওয়া হয়েছিল। সেইসঙ্গে বিছানাে হয়েছিল কাপড়ও। বৃষ্টির কারণে সেই কাপড় সরে যেতেই মৃতদেহগুলি বেরিয়ে পড়ছে। কল্পগুলি কুকুর খুঁড়ছে। 

প্রয়াগরাজ পুরসভা ইতিমধ্যে গঙ্গার পাড়ে একটি দলকে ঠিক করেছে। মৃতদেহগুলিকে পুনরায় বালি চাপা দিয়ে কবর দেওয়ার জন্য। মুখ্যমন্ত্রী যােগী আদিত্যনাথ রাজ্যের বিপর্যয় মােকালাি বাহিনীকে নির্দেশ দিয়েছেন টহল দিতে যাতে করে কোনও অপ্রীতিকর পরিস্থিতি না ঘটে। সেইসঙ্গে মৃতদেহগুলাে যেন কেউ জলে ফেলে দিতে না পারে। তবে, সরকারের নির্দেশ অমান্য করে গঙ্গার পাড়ে বালিতে এখনও মৃতদেহ কবর দিচ্ছেন অনেকে।