সোমবার সন্ধ্যায় বিস্ফোরণ হয় দিল্লিতে। যে বাজারে ভোর থেকে প্রায় বিকেল পর্যন্ত ভিড়ে গমগম করত, মঙ্গলবার সকাল থেকে সে বাজারে ভিড় নেই। দিল্লির চাঁদনি চক মার্কেটে পালটে গিয়েছে রোজকার চেনা ছবি, নেই চেনা কোলাহল। এখন চাঁদনি চক মার্কেট কার্যত জনশূন্য। এক-দুটো দোকান খুললেও সেখানে নেই খদ্দের।
সারা ভারতের মধ্যে দিল্লির সবচেয়ে বড় পাইকারি বাজার চাঁদনি চক মার্কেট। প্রতিদিন হাজারো মানুষের আনাগোনা এই বাজারে। দিনে ৪৫০-৫০০ কোটি টাকার ব্যবসা হয় চাঁদনি চক মার্কেট। কিন্তু সোমবার সন্ধ্যার পর থেকে বাজারের ছবিটা বদলে গিয়েছে। আতঙ্কে ঘরবন্দি বহু মানুষ। কড়া পুলিশি নিরাপত্তা। নানা জায়গায় নাকা তল্লাশি চলছে। এখন ব্যবসায়ীরাও চাঁদনি চক মার্কেটে যেতে ভয় পাচ্ছেন। তাই কপালে ভাঁজ পড়েছে ব্যবসায়ীদের।
বিয়ের মরশুম শুরু হলেই চাঁদনি চকে ব্যবসা আরও বেড়ে যায়। কিন্তু এর মাঝেই এমন বিস্ফোরণ রীতিমতো ধাক্কা দিয়েছে ব্যবসায়ীদের। স্থানীয় সাংসদ প্রবীণ খাণ্ডেলওয়াল জানিয়েছেন, ‘চাঁদনি বাজারে ব্যবসা কার্যত বন্ধ। এতে অন্তত ৩০০-৪০০ কোটি টাকার লোকসান হবে।’ প্রসঙ্গত, সোমবার বিস্ফোরণের জেরে কেঁপে উঠেছে দিল্লি। এখনও পর্যন্ত পাওয়া খবরে ১৩ জনের মৃত্যু হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ-সহ অনেকই শোক প্রকাশ করেছেন।