গত ২৩ দিন ধরে কেরলেই পড়ে রয়েছে ব্রিটিশ যুদ্ধবিমান। যান্ত্রিক ত্রুটির কারণে কেরলের তিরুঅনন্তপুরম আন্তর্জাতিক বিমানবন্দরে দাঁড়িয়ে থাকা পঞ্চম প্রজন্মের ‘স্টেল্থ’ লড়াকু জেট ‘এফ-৩৫বি লাইটনিং টু’-কে এখনও নড়ানো যায়নি! সেই ত্রুটি মেরামত করতে ব্রিটেন থেকে ইঞ্জিনিয়ারদের একটি নতুন দল এলেও আদৌ বিমানটি কি আকাশে উড়তে পারবে কিনা তা নিয়ে যথেষ্ট সংশয় তৈরি হয়েছে।
মনে করা হচ্ছে, ওই জেটের ত্রুটি মেরামতের জন্য আরও প্রযুক্তিগত দক্ষতা এবং সরঞ্জামের প্রয়োজন। সেই সব সরঞ্জাম ব্রিটেন থেকে আনা সম্ভব কি না, তা বিবেচনা করা হচ্ছে। সেটা সম্ভব না হলে লড়াকু এই বিমানটিকে অন্য কোনও জায়ান্ট বিমানের পেটে ঢুকিয়ে সেটিকে ব্রিটেনে ফিরিয়ে নিয়ে যাওয়া হবে কিনা সেটাও খতিয়ে দেখা হচ্ছে। সূত্রের খবর, ‘এফ-৩৫বি’ জেটটি ব্রিটেনে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য সি-১৭ গ্লোবমাস্টার সামরিক পরিবহণ বিমানের ব্যবস্থা করা হয়েছে। ইঞ্জিনিয়াররা প্রাথমিকভাবে পরিস্থিতি খতিয়ে দেখছেন।
উল্লেখ্য, গত ১৫ জুন জ্বালানি কম থাকায় ব্রিটেনের রয়্যাল নেভির যুদ্ধবিমানটি কেরলে জরুরি অবতরণ করে। সেখানে অবতরণের পরে ধরা পড়ে যান্ত্রিক ত্রুটি। কিন্তু অনেক চেষ্টার পরেও সেই ত্রুটি মেরামত করা যায়নি। এজন্য আগেও ব্রিটেন থেকে সামরিক ইঞ্জিনিয়ারের দল ভারতে এলেও সেই ত্রুটি মেরামত করা সম্ভব হয়নি। রবিবার ফের আরও এক দল ইঞ্জিনিয়ার এসেছে। এবার কী সিদ্ধান্ত নেওয়া হয়, এখন সেটাই দেখার।