জম্মু ও কাশ্মীরের রিয়াসি জেলায় হোটেল, অতিথিশালা, রেস্তোরাঁ, দোকান এবং অন্যান্য বাণিজ্যিক প্রতিষ্ঠানের মালিকদের তাঁদের কর্মীদের বিস্তারিত তথ্য কর্তৃপক্ষের কাছে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। রিয়াসির অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রাকেশ কুমার, ভারতীয় নাগরিক নিরাপত্তা সংহিতা, ২০২৩-এর ধারা ১৬৩ অনুযায়ী এই আদেশ জারি করেছেন।
নির্দেশে উল্লেখ করা হয়েছে, জেলার দুটি পবিত্র স্থান— কাত্রার শ্রী মাতা বৈষ্ণো দেবী এবং তেহসিল পাওনির শ্রী শিব খোড়ি— এখানে প্রতিদিন দেশের বিভিন্ন প্রান্ত থেকে বহু ভক্ত সমবেত হন। সেই কারণে এখানে হোটেল, গেস্টহাউস, রেস্তোরাঁ, ধাবা, শপিং মলসহ অন্যান্য বাণিজ্যিক প্রতিষ্ঠান তৈরি করেছে ব্যবসায়ীরা। এই প্রতিষ্ঠানগুলিতে অনেক কর্মী বা সহায়ক নিয়োজিত রয়েছেন।
আদেশে আরও বলা হয়েছে, জনসাধারণ এবং তীর্থযাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে ও কোনও অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধের জন্য এই কর্মীদের তথ্য যাচাই করা জরুরি। অতএব, সমস্ত বাণিজ্যিক প্রতিষ্ঠানের মালিকদের ৩৯ দিনের মধ্যে তাদের কর্মীদের নাম, বাবা-মায়ের নাম, বয়স, ঠিকানা, আধার নম্বর এবং মোবাইল নম্বর তাঁদের সংশ্লিষ্ট পুলিশ স্টেশন ও তহসিলদারের কাছে হার্ড এবং সফট কপিতে জমা দিতে বলা হয়েছে।
আদেশে সতর্ক করা হয়েছে, এই আদেশ অমান্য করলে ভারতীয় ন্যায় সংহিতা, ২০২৩-এর ধারা ২২৩ অনুযায়ী শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। পুলিশ সুপার, রিয়াসিতে এই নির্দেশ বাস্তবায়নের দায়িত্ব দেওয়া হয়েছে।