টানা প্রাকৃতিক দুর্যোগে বিপর্যস্ত হিমাচল প্রদেশে এ বার যোগ হল ভূমিকম্প। বুধবার ভোরে পর পর দুই বার ভূমিকম্পে কেঁপে উঠল চাম্বা জেলা। আতঙ্ক ছড়াল স্থানীয়দের মধ্যে। যদিও এখন পর্যন্ত কোনও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি (এনসিএস)-এর তথ্য অনুযায়ী, প্রথম ভূমিকম্প আঘাত হানে ভোর ৩টা ২৭ মিনিটে। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ধরা পড়ে ৩.৩। উৎসস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে ২০ কিলোমিটার গভীরে। এর মাত্র এক ঘণ্টা ১২ মিনিট পর ফের কেঁপে ওঠে চাম্বা। ভোর ৪টা ৩৯ মিনিটে দ্বিতীয়বারের ভূমিকম্প অনুভূত হয়। এবার রিখটার স্কেলে মাত্রা ছিল ৪.০ এবং উৎসস্থল ভূপৃষ্ঠ থেকে মাত্র ১০ কিলোমিটার গভীরে।
টানা দুর্যোগে বিধ্বস্ত হিমাচল
ভূমিকম্পে নতুন করে আতঙ্ক ছড়াল এমন এক সময়ে, যখন হিমাচল প্রদেশ লাগাতার প্রাকৃতিক দুর্যোগের মুখে। টানা বৃষ্টিপাত, মেঘভাঙা বৃষ্টি, ভূমিধস ও হড়পা বানের কারণে রাজ্যে বিপর্যয় নেমে এসেছে। রাজ্য দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের হিসাবে, ২০ জুন থেকে এখন পর্যন্ত বর্ষাজনিত দুর্যোগে প্রাণ হারিয়েছেন অন্তত ২৭৬ জন। এর মধ্যে প্রাকৃতিক দুর্যোগে সরাসরি মৃত্যু হয়েছে ১৪৩ জনের। বাকিদের মৃত্যু ঘটেছে দুর্যোগ-জনিত সড়ক দুর্ঘটনায়।
পাহাড়ি রাজ্যে আতঙ্ক
চাম্বায় টানা ভূমিকম্প স্থানীয়দের মনে নতুন করে দুশ্চিন্তা বাড়িয়েছে। ভোরে ঘুম ভেঙে যায় বহু মানুষের। এখনো পর্যন্ত বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর না থাকলেও, বিশেষজ্ঞদের মতে, টানা বৃষ্টি ও ভূমিধসে নরম হয়ে যাওয়া পাহাড়ি মাটিতে ভূমিকম্প হলে বড় ধরনের বিপর্যয়ের ঝুঁকি থেকেই যায়।