ভারী বৃষ্টির সতর্কতা হিমাচলে, বন্ধ ৩৬০টি রাস্তা

প্রতীকী ছবি

হিমাচল প্রদেশে আগামী চার দিন ধরে চলবে ভারী থেকে অতি ভারী বৃষ্টি। ইতিমধ্যেই রাজ্যের বিভিন্ন জেলায় বৃষ্টির দাপটে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ভারতীয় আবহাওয়া দপ্তর সোমবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত আবহাওয়ার এই সতর্কতা জারি করেছে। ধসপ্রবণ অঞ্চলগুলিতে না যাওয়ার জন্য বাসিন্দা এবং পর্যটকদের সতর্ক করা হয়েছে।

মৌসম ভবনের তথ্য অনুযায়ী, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে রাজ্যের বহু জেলায় ভারী বৃষ্টি নামবে। তার প্রভাব সবচেয়ে বেশি পড়বে যোগাযোগ ব্যবস্থায়। ধসের কারণে ইতিমধ্যেই বন্ধ হয়ে গিয়েছে ৩৬০টি রাস্তা। এর মধ্যে ৩০৫ নম্বর জাতীয় সড়কও রয়েছে। সবচেয়ে খারাপ অবস্থা মান্ডী জেলায়, যেখানে ২১৪টি রাস্তা সম্পূর্ণভাবে বন্ধ রয়েছে। কুলু জেলায় বন্ধ ৯২টি রাস্তা।

বৃষ্টির ফলে বহু এলাকায় বিদ্যুৎ সংযোগ ছিন্ন হয়ে গিয়েছে। পরিস্থিতি সামাল দিতে প্রশাসন ও উদ্ধারকার্য চালানো সংস্থাগুলি প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন স্থানীয় আধিকারিকেরা। হিমাচল প্রদেশে এই বর্ষা মরসুমে এখন পর্যন্ত ৫০৭ মিলিমিটার বৃষ্টি হয়েছে, যা স্বাভাবিকের তুলনায় ১১ শতাংশ বেশি। ১ জুন থেকে ১০ আগস্টের মধ্যে রাজ্যে প্রাণ হারিয়েছেন ২১৯ জন।


টানা বৃষ্টি ও ধসের জেরে প্রায় ২০০০ কোটি টাকার সম্পত্তি ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রশাসনের তথ্য অনুযায়ী, চলতি বর্ষায় রাজ্যে ৫৮টি হড়পা বান, ৩০টি মেঘভাঙা বৃষ্টি এবং ৫৩টি বড় ধসের ঘটনা ঘটেছে। পর্যটক ও সাধারণ মানুষকে অনুরোধ করা হয়েছে, প্রয়োজন ছাড়া বাইরে না বেরোনোর এবং সরকারি নির্দেশিকা মেনে চলার।