জম্মু ও কাশ্মীরকে পূর্ণ রাজ্যের মর্যাদার দবিতে মামলার শুনানি

ফাইল চিত্র

সুপ্রিম কোর্টে জম্মু ও কাশ্মীরের পূর্ণ রাজ্যের মর্যাদা ফেরানোর দাবিতে দায়ের করা মামলার শুনানি হবে চলতি সপ্তাহের শুক্রবার। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বি আর গাবাইইয়ের বেঞ্চ একথা জানিয়েছে। ২০১৯ সালের ৫ আগস্ট সংবিধানের ৩৭০ ধারা প্রত্যাহার করা হয়েছিল। জম্মু ও কাশ্মীরকে ভেঙে দু’টি কেন্দ্রশাসিত অঞ্চলে ভাগ করা হয়েছিল- জম্মু ও কাশ্মীর এবং লাদাখ। পূর্ণ রাজ্যের মর্যাদা থেকে বঞ্চিত হয় জম্মু ও কাশ্মীর। ২০২৪ সালে জম্মু ও কাশ্মীরে বিধানসভা ভোট হয়। এরপর থেকে জম্মু ও কাশ্মীরকে পূর্ণ রাজ্যের মর্যাদায় ফেরানোর দাবি শক্তিশালী হয়েছে।

বিধানসভা ভোটের আগে জম্মু ও কাশ্মীরের রাজনৈতিক দলগুলি প্রতিশ্রুতি দিয়েছিল যে, তারা ক্ষমতায় এলে পূর্ণ রাজ্যের মর্যাদা ফেরানো হবে। ২০২৪-এর লোকসভা ভোটের প্রচারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও পূর্ণ রাজ্যের মর্যাদা ফেরানোর ব্যাপারে আশ্বস্ত করেছিলেন। এখনও যদিও সেই মর্যাদা ফেরত পায়নি জম্মু ও কাশ্মীর। এই পরিস্থিতিতে জম্মু ও কাশ্মীরের পূর্ণ রাজ্যের মর্যাদা ফেরানোর দাবি করে সুপ্রিম কোর্টে মামলা দায়ের করেন কলেজ শিক্ষক জহুর আহমেদ ভাট এবং সমাজসেবক খুরশিদ আহমেদ মালিক।