বাংলাদেশের আসন্ন নির্বাচনের আগে রাজনৈতিক উত্তাপ আরও বাড়াল শেখ হাসিনার একটি অডিও বার্তা। ২০২৪ সালের জুলাইয়ে গণঅভ্যুত্থানের পর দেশ ছেড়ে ভারতে অবস্থান করছেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী ও মুজিবকন্যা শেখ হাসিনা। এই প্রথম ভারতে আয়োজিত এক সাংবাদিক বৈঠকে তাঁর অডিও বার্তা প্রকাশ্যে এল।

দিল্লিতে ফরেন জার্নালিস্ট সাউথ এশিয়া প্রেস ক্লাবের উদ্যোগে ‘সেভ ডেমোক্রেসি ইন বাংলাদেশ’ শীর্ষক আলোচনায় এই অডিও শোনানো হয়। সেখানে বাংলাদেশের প্রাক্তন মন্ত্রী, সাংস্কৃতিক কর্মী ও বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন। নির্বাচনের ঠিক আগে এই বার্তা আন্তর্জাতিক মহলে তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

অডিও বার্তায় শেখ হাসিনা স্বাধীনতার আদর্শেই বাংলাদেশকে ফের জাগ্রত করার আহ্বান জানান। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসকে তিনি ফ্যাসিস্ট ও হত্যাকারী বলে আক্রমণ করেন। হাসিনার দাবি, আওয়ামী লীগ দেশের সবচেয়ে পুরনো রাজনৈতিক দল এবং মাতৃভূমিকে উদ্ধার করতেই তারা প্রতিজ্ঞাবদ্ধ।


এই ভার্চুয়াল বার্তায় প্রাক্তন প্রধানমন্ত্রী হাসিনা অভিযোগ করেন, রাজনৈতিক উদ্দেশ্যে সাংবাদিক ও বিরোধীদের কণ্ঠরোধ করা হচ্ছে। একই সঙ্গে তিনি পাঁচ দফা দাবি তুলে ধরেন। তার মধ্যে রয়েছে ইউনূস সরকারকে সরিয়ে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা, হিংসা বন্ধ, সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করা এবং বিচার ব্যবস্থার নিরপেক্ষতা ফিরিয়ে আনা।

পাশাপাশি রাষ্ট্রসঙ্ঘকে নিরপেক্ষ তদন্তের সুযোগ দেওয়ার আবেদনও জানান শেখ হাসিনা। এই অডিও বার্তাকে ঘিরে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি এবং নির্বাচনী প্রক্রিয়া নিয়ে নতুন করে বিতর্ক শুরু হয়েছে বলে মত বিশ্লেষকদের।