হরিয়ানার পুলিশকর্তার মৃত্যুতে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগ স্ত্রীর

হরিয়ানার পুলিশকর্তার মৃত্যুতে এবার আত্মহত্যায় প্ররোচনার অভিযোগ তুললেন তাঁর স্ত্রী। হরিয়ানা পুলিশের এডিজি ওয়াই পূরণ কুমারের স্ত্রী অমনীত পি কুমার রাজ্য পুলিশের ডিজি শত্রুজিৎ সিং কাপুর এবং রোহতকের পুলিশ সুপার নরেন্দ্র বিজার্নিয়ার বিরুদ্ধে অভিযোগের আঙুল তুলেছেন। তাঁর দাবি, ওই দু’জন পুলিশকর্তা পূরণ কুমারকে মানসিক হেনস্থার পাশাপাশি আত্মহত্যায় প্ররোচনা দিয়েছেন।

প্রসঙ্গত, হরিয়ানার সরকারের সচিব পদে কর্মরত রয়েছেন প্রয়াত পূরণ কুমারের স্ত্রী অমনীত। তিনি বলেন, ‘রাজ্য পুলিশের ডিজি শত্রুজিৎ সিংহ কাপুর এবং রোহতকের পুলিশ সুপার নরেন্দ্র বিজার্নিয়াকে অবিলম্বে গ্রেপ্তার করা হোক। ইচ্ছাকৃতভাবে এক সৎ পুলিশ আধিকারিক সরিয়ে দেওয়া হয়েছে। আমার পরিবারের হয়ে নয়, সমস্ত সৎ পুলিশ অফিসারের জীবনের মূল্যবোধ এবং মর্যাদার কথা ভেবেই আমার এই আবেদন।’

মঙ্গলবার সকালে চণ্ডীগড়ের বাড়ি থেকে এডিজি পূরণ কুমারের গুলিবিদ্ধ দেহ উদ্ধার হয়। পুলিশ জানিয়েছে, সম্ভবত সার্ভিস রিভলভার দিয়ে গুলি করে আত্মঘাতী হয়েছেন এডিজি। পূরণ কুমারের ঘর থেকে উদ্ধার হওয়া আট পাতার একটি চিঠিতে ১০ জন ঊর্ধ্বতন আধিকারিকের বিরুদ্ধে হেনস্থার অভিযোগ মিলেছে। মৃতের স্ত্রী বলেন, ‘নিজেদের ক্ষমতার জোরে দিনের পর পর দিন আমার স্বামীকে হেনস্থা করে গিয়েছেন ঊর্ধ্বতনেরা।’