বলিউড অভিনেত্রী দিশা পাটানির ব্রেলির বাড়ির সামনে গুলি চালনার ঘটনায় অভিযুক্ত দুই বন্দুকধারী বুধবার সকালে পুলিশের এনকাউন্টারে নিহত হয়েছে। উত্তরপ্রদেশ এসটিএফ ও দিল্লি পুলিশের সিআই ইউনিটের যৌথ অভিযানে গাজিয়াবাদের ট্রোনিকা সিটিতে এই গুলি বিনিময়ের ঘটনা ঘটে।
গত ১২ সেপ্টেম্বর ভোরে দিশার বাড়ির সামনে নির্বিচারে গুলি চালিয়ে আতঙ্ক ছড়িয়েছিল দুষ্কৃতীরা। ঘটনার পর মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ দ্রুত তদন্তের নির্দেশ দেন। প্রযুক্তিগত নজরদারি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শনাক্ত হয় দুই অভিযুক্ত—রোহতকের রবীন্দ্র ও সোনিপতের অরুণ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, নিহতরা কুখ্যাত রোহিত গদারা-গোল্ডি ব্রার গ্যাংয়ের সক্রিয় সদস্য ছিল। ঘটনাস্থল থেকে গ্লক ও জিগানা পিস্তলসহ প্রচুর গুলি উদ্ধার হয়েছে।