গুজরাতে বিধানসভা নির্বাচন হবে ২০২৭ সালে। বছর দুই বাকি থাকতেই মন্ত্রিসভায় ব্যাপক রদবদল ঘটাল বিজেপি। শুক্রবার গুজরাতে নয়া মন্ত্রিসভা গঠন করা হয়েছে। দুপুরে গান্ধিনগরের রাজভবনে মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন মোট ২৫ জন বিধায়ক। নতুন মন্ত্রিসভায় জায়গা পেয়েছেন ক্রিকেটার রবীন্দ্র জাদেজার স্ত্রী রিভাবা। মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন তিনিও। মুখ্যমন্ত্রী-সহ গুজরাত মন্ত্রিসভায় মোট মন্ত্রীর সংখ্যা ২৬।
শুক্রবার গান্ধীনগরে নতুন মন্ত্রী হিসেবে শপথ নেন মোট ১৯ জন। সকালে গুজরাতের রাজ্যপাল আচার্য দেবরাটের সঙ্গে দেখা করেন সে রাজ্যের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র। রাজ্যপালের হাতে পদত্যাগী মন্ত্রী এবং নতুন যাঁরা মন্ত্রী হবেন তাঁদের নামের তালিকা তুলে দেন। নতুন মন্ত্রীদের শপথ বাক্য পাঠ করান রাজ্যপাল। নতুন মন্ত্রিসভায় আগের মন্ত্রিসভা থেকে রাখা হয়েছে ৬ জনকে। গুজরাতের স্বরাষ্ট্র দপ্তরের প্রতিমন্ত্রীর দায়িত্বে ছিলেন হর্ষ সাংভি। সুরাতের বিধায়ক সাংভি এদিন উপমুখ্যমন্ত্রী পদে শপথ নিয়েছেন। বিগত চার বছর ধরে গুজরাতে উপমুখ্যমন্ত্রী পদে কেউ ছিলেন না। তিনি এবং আরও ৫ জন বিধায়ক ভূপেন্দ্র প্যাটেলের ক্যাবিনেটের সদস্য ছিলেন। তাঁরা নতুন মন্ত্রিসভায় থাকছেন। এছাড়া প্রদেশ কংগ্রেসের প্রাক্তন সভাপতি অর্জুন মোধওয়াড়িয়া মন্ত্রী নিযুক্ত হয়েছেন। তিনি কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছেন। এছাড়াও নতুনদের মধ্যে রয়েছেন জিতু ভাঘানি, মণীশা ওয়াকিল প্রমুখ।
রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে, গুজরাতের নতুন মন্ত্রিসভায় জাতপাতের অঙ্ক মাথায় রেখে রদবদল করা হয়েছে। নতুন মন্ত্রিসভার ৮ জন সদস্য ওসিবি অর্থাত অন্যান্য অনগ্রসর শ্রেণির অন্তর্ভুক্ত। ৪ জন আদিবাসী সম্প্রদায়ভুক্ত, ৩ জন তফসিলি জনজাতির মানুষ। মন্ত্রিসভার ৬ জন গুজরাতের প্রভাবশালী প্যাটেল বা পাতিদার গোষ্ঠীর। মন্ত্রীদের মধ্যে ২ জন ক্ষত্রিয় সম্প্রদায়ের, ১ জন ব্রাক্ষ্মণ এবং ১ জন জৈন। ১৮২ আসনবিশিষ্ট গুজরাত বিধানসভায় সর্বোচ্চ ২৭ জনকে মন্ত্রী করা যায়। আগের মন্ত্রিসভায় মোট ১৭ জন সদস্য ছিলেন। ফলে পরিসংখ্যানগতভাবে মন্ত্রিসভায় রদবদলের পাশাপাশি মন্ত্রিসভার সম্প্রসারণও করা হয়েছে।
প্রসঙ্গত উল্লেখ্য, ২০১৭-র বিধানসভা ভোটে মুখ্যমন্ত্রীর দায়িত্বপ্রাপ্ত বিজয় রূপাণীর নেতৃত্বে কংগ্রেসের সঙ্গে জোরদার লড়াইয়ে জয়ী হয়েছিল বিজেপি। কিন্তু ২০২১ সালের সেপ্টেম্বরে দলীয় নির্দেশ মেনে ইস্তফা দেওয়ার কথা ঘোষণা করেন তিনি। মুখ্যমন্ত্রীর দায়িত্ব পেয়েছিলেন প্রভাবশালী প্যাটেল জনগোষ্ঠীর ভূপেন্দ্র। ২০২২ এর বিধানসভা ভোটে বিপুল জয় পেয়েছিল বিজেপি।
সাম্প্রতিক অতীতে বেশ কয়েকটি রাজ্যে এই ধরণের কৌশল নিয়েছে গেরুয়া শিবির। বছর খানেক আগে হরিয়ানায় রেকর্ড আসন পেয়ে টানা তৃতীয়বার সরকার গড়ে বিজেপি। লোকসভা নির্বাচনে বিজেপির সঙ্গে সমান টক্কর দিয়েছিল কংগ্রেস। রাজনৈতিক মহলের এক বড় অংশের ধারণা হয়েছিল হরিয়ানায় জয়ী হবে কংগ্রেস। তবে শেষপর্যন্ত জয় ছিনিয়ে নেয় বিজেপি। এবার গুজরাতেও এই রদবদলের পথে হাঁটল বিজেপি। ২০২৭-এ গুজরাতে বিধানসভা ভোট। হাতে বেশ কিছুটা সময় রেখেই এবার গুজরাতের মন্ত্রীসভায় পরিবর্তন আনল বিজেপি। আগামী বিধানসভা নির্বাচনে এই রদবদল কোনও প্রভাব ফেলবে কিনা তা ভবিষ্যতই বলবে।