বছরের শেষ মাসে রাজকোষে স্বস্তির খবর। ডিসেম্বর মাসে দেশে পণ্য ও পরিষেবা কর বা জিএসটি আদায় বেড়ে দাঁড়াল ১ লক্ষ ৭৫ হাজার কোটি টাকা। আগের বছরের তুলনায় একই সময়ে এই আদায় বৃদ্ধি পেয়ে হয়েছে ৬.১ শতাংশ। অতি সম্প্রতি অর্থমন্ত্রক সূত্রে এমনই তথ্য প্রকাশ করা হয়েছে।
সরকারি পরিসংখ্যান অনুযায়ী, ডিসেম্বর মাসে অভ্যন্তরীণ লেনদেন থেকে কর আদায়ে স্থিতিশীলতা বজায় ছিল। পাশাপাশি আমদানিজনিত কর আদায়েও ব্যাপক বৃদ্ধি লক্ষ্য করা গিয়েছে। উৎসবের মরশুম শেষ হলেও উপভোক্তাদের চাহিদা ও বাণিজ্যিক কর্মকাণ্ডে গতি থাকায় কর আদায় এই মাত্রায় পৌঁছেছে বলে মনে করছেন অর্থনৈতিক বিশেষজ্ঞরা।
মাসভিত্তিক খতিয়ান অনুযায়ী, কেন্দ্রীয় জিএসটি, রাজ্য জিএসটি এবং সমন্বিত জিএসটি— তিন ক্ষেত্রেই কর আদায়ের যথেষ্ট উন্নতি হয়েছে। এর ফলে কেন্দ্র ও রাজ্য সরকার, উভয়ের রাজস্ব সংগ্রহের জোরালো গতি বজায় থাকছে। অর্থ মন্ত্রকের আধিকারিকদের মতে, কর ফাঁকি রোধ, ডিজিটাল নজরদারি এবং নিয়মিত পর্যালোচনার ফলেই এই বৃদ্ধি সম্ভব হয়েছে।
চলতি আর্থিক বছরের শেষ প্রান্তে দাঁড়িয়ে জিএসটি আদায়ের এই পরিসংখ্যান সরকারের পক্ষে ইতিবাচক ইঙ্গিত বলে মনে করা হচ্ছে। বিশেষজ্ঞদের মতে, শিল্প উৎপাদন, পরিষেবা ক্ষেত্রের সম্প্রসারণ এবং আমদানি কার্যকলাপ বাড়লে আগামী মাসগুলিতেও কর আদায়ে এই গতি বজায় থাকতে পারে।
রাজ্যগুলির ক্ষেত্রেও এই জিএসটি সংগ্রহ গুরুত্বপূর্ণ। কারণ রাজ্যগুলির উন্নয়নমূলক প্রকল্প, সামাজিক সুরক্ষা এবং পরিকাঠামো উন্নয়নের ক্ষেত্রে এই কর আদায় বড় ভূমিকা নেয়। ডিসেম্বরের এই পরিসংখ্যান নতুন বছরে অর্থনৈতিক স্থিতি বজায় রাখার ক্ষেত্রে সরকারকে বাড়তি আত্মবিশ্বাস যোগাচ্ছে বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।