মহারাষ্ট্রে মহাজোটে ফাটল

উদ্ধব ঠাকরে (Photo: IANS)

মহারাষ্ট্রের মহাজোটে ফাটল আরও বেশি চওড়া হল। আগামী দিনে একলা লড়ার সিদ্ধান্ত নিল কংগ্রেস। রাজ্যের কংগ্রেস প্রধান নানা পাটোলে সােমবার এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন। 

শিবসেনা ২০১৯ সালে বিজেপি’কে কার্যত বােকা বানিয়ে কংগ্রেস ও এনসিপি’র মধ্যে জোট গড়ে। এই মহাজোটের নাম দেওয়া হয়েছিল ‘মহাবিকাশ আঘাড়ি’। 

বিজেপিকে হঠাতে এই জোট। কিন্তু আদর্শগত দিক থেকে ফারাক থাকার কারণেই এই জোটের শুরু থেকেই রাহুল গান্ধি, শরদ পাওয়ার, উদ্ধৰ ঠাকরের মধ্যে মতবিরােধ ছিল। 


এই মতবিরােধ আরও স্পষ্ট হয়ে উঠল মহারাষ্ট্র কংগ্রেসের প্রধান নানা পাটোলের মন্তব্যে। তিনি এদিন সাফ জানান, মহারাষ্ট্রের পরবর্তী বিধানসভা নির্বাচনে একাই লড়বে কংগ্রেস। হাইকমান্ড চাইলে আমি মুখ্যমন্ত্রী পদের মুখ হতে রাজি। স্থানীয় নির্বাচনগুলিতেও কংগ্রেস একা লড়বে বলে এদিন জানানাে হয়েছে।