বিরোধীদের চাপে কার্যত নতিস্বীকার করে নিলে কেন্দ্রীয় সরকার। সংসদে এসআইআর নিয়ে আলোচনায় রাজি বলে জানিয়েছে সরকার পক্ষ। তবে কবে, কতক্ষণ সময় নিয়ে আলোচনা করা হবে সেটা সংসদের বিজনেস অ্যাডভাইজারি কমিটি ঠিক করবে বলে জানা গিয়েছে। মঙ্গলবার বিরোধীদের লাগাতার বিক্ষোভের মুখে সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু জানান, ‘আমরা ইলেক্টোরাল রিফর্মস থেকে শুরু করে দেশের মানুষের সব ইস্যু নিয়ে আলোচনা করতে প্রস্তুত।‘
শীতকালীন অধিবেশেনের প্রথম দিন থেকেই এসআইআর ইস্যুতে উত্তপ্ত হয়ে ওঠে সংসদ। সোমবার দফায় দফায় মুলতুবি হয় লোকসভার অধিবেশন। সেই একই ছবি ধরা পড়ে মঙ্গলবারও। এদিনও বিরোধী শিবির সম্মিলিতভাবে বিক্ষোভ দেখানোয় দফায় দফায় মুলতুবি করে দিতে হয় অধিবেশন। সরকার দাবি না মানায় সংসদ চত্বরে ফের বিক্ষোভ দেখানো শুরু করে বিরোধী শিবির। সেই বিক্ষোভের চাপে এবার খানিকটা সুর নরম করল কেন্দ্র।