১৬’র কম বয়সিদের জন্য সমাজমাধ্যম ব্যবহারে নিষেধাজ্ঞা আনতে পারে গোয়া ও অন্ধ্রপ্রদেশ

প্রতীকী চিত্র।

দেশে প্রথমবার ১৬ বছরের কম বয়সিদের জন্য সমাজমাধ্যম ব্যবহার নিষিদ্ধ করার পথে হাঁটার ভাবনা শুরু করেছে ভারতের দুই রাজ্য, গোয়া ও অন্ধ্রপ্রদেশ। অস্ট্রেলিয়ার মডেলের অনুকরণে এই সিদ্ধান্ত নেওয়ার কথা বিবেচনা করা হচ্ছে বলে জানা গিয়েছে। শিশুদের পড়াশোনায় মনোযোগ বৃদ্ধি এবং সমাজমাধ্যমের অতিরিক্ত ব্যবহারে তৈরি হওয়া মানসিক ও সামাজিক সমস্যার মোকাবিলা করাই এই উদ্যোগের মূল লক্ষ্য।

প্রতিবেদন অনুযায়ী, গোয়ার পর্যটন ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী রোহন খাউন্টে জানিয়েছেন, অভিভাবকদের কাছ থেকে ক্রমাগত অভিযোগ আসছে যে সমাজমাধ্যমে  অতিরিক্ত সময় কাটানোর ফলে ছাত্রছাত্রীরা পড়াশোনায় পিছিয়ে পড়ছে। তাঁর মতে, ব্যক্তিগত ও পারিবারিক জীবনের উপরও এর নেতিবাচক প্রভাব পড়ছে। সেই কারণেই ১৬ বছরের কম বয়সিদের সমাজমাধ্যম অ্যাকাউন্ট নিষিদ্ধ করার বিষয়ে একটি আইন আনার কথা ভাবছে এই দুই রাজ্যের সরকার।

রোহন খাউন্টে আরও জানিয়েছেন, অস্ট্রেলিয়ার মডেল অনুসরণ করে এমন একটি আইন তৈরি করা হতে পারে, যেখানে ১৬ বছরের নিচে থাকা সমাজমাধ্যম অ্যাকাউন্ট ব্যবহারকারীদের সরিয়ে দেওয়া হবে। একই সঙ্গে শিশুদের কৃত্রিম বুদ্ধিমত্তা, প্রযুক্তিনির্ভর শিক্ষা এবং গঠনমূলক ডিজিটাল দক্ষতার দিকে উৎসাহিত করার পরিকল্পনাও রয়েছে। গোয়ার তথ্যপ্রযুক্তি বিভাগ বর্তমানে এই প্রস্তাবের আইনি দিকগুলি খতিয়ে দেখছে।


মুখ্যমন্ত্রী প্রমোদ সবন্তের সঙ্গে আলোচনার পর আগামী বিধানসভা অধিবেশনে এই বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা হতে পারে বলে ইঙ্গিত দেওয়া হয়েছে। গোয়ার পাশাপাশি অন্ধ্রপ্রদেশ সরকারও একই ধরনের নিষেধাজ্ঞা নিয়ে ভাবনাচিন্তা শুরু করেছে। মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নায়ডুর নেতৃত্বাধীন সরকার বিষয়টি গুরুত্ব দিয়ে বিবেচনা করছে বলে সূত্রের খবর।

উল্লেখ্য, গত বছরের ডিসেম্বরে অস্ট্রেলিয়া ১৬ বছরের কম বয়সিদের জন্য সমাজমাধ্যম ব্যবহার নিষিদ্ধ করে বিশ্বে নজির গড়েছে। ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব, টিকটক- সহ একাধিক  প্ল্যাটফর্মে এই নিয়ম কার্যকর করা হয়েছে। আইন লঙ্ঘন করলে সংস্থাগুলিকে বিপুল অঙ্কের জরিমানার মুখে পড়তে হতে পারে। যদিও এই সিদ্ধান্ত নিয়ে আন্তর্জাতিক তথ্যপ্রযুক্তি সংস্থাগুলির একাংশ সমালোচনাও করেছে।