‘নিমকহারাম’ মুসলিমদের ভোট চাই না: গিরিরাজ

ফাইল ছবি

বিহার ভোটের আগে ফের বিতর্কে কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং। আরওয়ালের এক জনসভায় তিনি বলেন, ‘মুসলমানরা নিমকহারাম, ওদের ভোট বিজেপির চাই না।’ গিরিরাজের দাবি, মুসলমানরা সরকারি সব সুবিধা নেয়, অথচ বিজেপিকে ভোট দেয় না। তাঁর এই মন্তব্য ঘিরে তীব্র প্রতিক্রিয়া বিরোধীদের মধ্যে।

আরজেডি মুখপাত্র মৃত্যুঞ্জয় তিওয়ারির এর পালটা দিয়ে বলেছেন ‘বিজেপি হিন্দু-মুসলমান ছাড়া অন্য কিছু বলতে জানে না। বেকারত্ব, মূল্যবৃদ্ধি নিয়ে ওরা মুখ খোলে না।’ রাজনৈতিক মহলের মতে, ভোটের মুখে সাম্প্রদায়িক বিভাজনের চেষ্টা করছেন গিরিরাজ। কটু কথা আর গিরিরাজ যেন সমার্থক শব্দ।