ভারতের উপর শুল্ক চাপ বাড়িয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। এছাড়া রাশিয়া থেকে খনিজ তেল কেনার পরেও নরেন্দ্র মোদীর উপর বেজায় চটেছেন তিনি। সব মিলিয়ে ভারত-আমেরিকা দ্বিপাক্ষিক সম্পর্ক এখন তলানিতে। এই আবহে ভারত সফরে এসেছেন হবু মার্কিন রাষ্ট্রদূত সার্জিয়ো গোর।
শনিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক করেছেন তিনি। বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গেও পৃথক একটি বৈঠক হয় সার্জিয়ো গোরের। মোদী এবং জয়শঙ্করের সঙ্গে গোরের বৈঠক বেশ ইঙ্গিতপূর্ণ বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।
ওয়াকিবহল মহলের মতে, হবু মার্কিন রাষ্ট্রদূতের এই ভারত সফর আগামী দিনে ভারত-আমেরিকা দ্বিপাক্ষিক সম্পর্ক মজবুত করবে। তাঁর সঙ্গে বৈঠকের পর মোদী সমাজমাধ্যমে লিখেছেন, ‘আমি নিশ্চিত (ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত) হিসাবে গোরের আমলে ভারত এবং আমেরিকার সম্পর্ক আরও মজবুত হবে।’