মণিপুরে বিদ্যুৎকেন্দ্র থেকে ছড়াচ্ছে জ্বালানি তেল, বাড়ছে আতঙ্ক

ইম্ফল, ১১ জানুয়ারি: মণিপুরের ভয়াবহ পরিস্থিতি। একটি বিদ্যুৎকেন্দ্র থেকে ছড়াচ্ছে জ্বালানি তেল। মণিপুরের লেইমাখোং বিদ্যুৎকেন্দ্রে ঘটেছে এই ঘটনা। এই ঘটনায় আতঙ্ক বাড়ছে এলাকার মানুষের। এই অতি দাহ্য পদার্থ বেরিয়ে আসায় বড় কোনও অগ্নিকাণ্ডের আশঙ্কা করছেন সেখানকার সাধারণ মানুষ থেকে প্রশাসনিক কর্তারা। ছড়িয়ে পড়া এই তেল কোনওভাবে আগুনের সংস্পর্শে এলেই বড় অগ্নিকাণ্ডের সম্ভাবনা। ইতিমধ্যে দমকল ও প্রশাসনিক কর্তারা তৎপর হয়ে উঠেছেন। ঘটনাস্থল ঘিরে রাখা হয়েছে। যাতে সাধারণ মানুষ সেখানে প্রবেশ করতে না পারেন।

জানা গিয়েছে, একটি জ্বালানির ট্যাঙ্ক থেকে এই তেল ছড়িয়ে পড়েছে। সেখান থেকে গড়িয়ে যায় আশেপাশের খাল ও বিলগুলিতে। রাজ্যের রাজধানী শহর ইম্ফলের খুব কাছাকাছি থাকায় এই ঘটনা প্রশাসনের কর্তাদের হৃদস্পন্দন বাড়িয়ে দিয়েছে। সূত্রের খবর, ইতিমধ্যে দাহ্য তেলের কারণে কিছুকিছু স্থানে আগুনও জ্বলতে দেখা গিয়েছে। প্রশাসনের তরফে কড়া সতর্কবার্তা জারি করা হয়েছে।