সিঁদুর অভিযান-পরবর্তী সময়ে কর্নেল সোফিয়া কুরেশিকে নিয়ে কুমন্তব্যের রেশ কাটতে না কাটতেই আবার বিতর্কে জড়ালেন মধ্যপ্রদেশের সেই মন্ত্রী বিজয় শাহ। নতুন করে সমালোচনার কেন্দ্রে উঠে এলেন তিনি। এ বার মধ্যপ্রদেশ সরকারের মহিলা ভাতা প্রকল্প ‘লাড়লী বহনা’ ঘিরে তাঁর মন্তব্যে রাজনৈতিক ও প্রশাসনিক মহলে তীব্র বিতর্ক দানা বেঁধেছে।
নতুন বছরে মুখ্যমন্ত্রী মোহন যাদবকে সংবর্ধনা দেওয়ার পরিকল্পনা নিয়ে শনিবার রতলামে স্থানীয় জনপ্রতিনিধি ও সরকারি আধিকারিকদের সঙ্গে বৈঠকে ‘লাডলি বহনা’ প্রকল্পের সুবিধাপ্রাপক মহিলাদের উপস্থিতি নিয়ে আলোচনা হয়। বৈঠকে উপস্থিত আধিকারিকদের কাছ থেকে মন্ত্রী জানতে চান, রতলাম জেলায় কত জন মহিলা এই প্রকল্পের সুবিধা পাচ্ছেন। উত্তরে জানানো হয়, প্রায় আড়াই লক্ষ মহিলা নিয়মিত ভাতা পাচ্ছেন।
সেই তথ্যের পরেই মুখ্যমন্ত্রী হিসেবে মোহন যাদবের দু’বছর পূর্তি উপলক্ষে আয়োজিত সভায় অন্তত ৫০ হাজার মহিলা সুবিধাপ্রাপকের উপস্থিত থাকার প্রয়োজন বলে মন্তব্য করেন। অভিযোগ উঠেছে, তিনি বলেন, ‘যাঁরা আসবেন না, তাঁদের কী হবে, তা দেখা হবে’, এমন মন্তব্য করে তিনি চাপ তৈরির চেষ্টা করেন।