পহেলগাম হামলায় নাম জড়ানোর ভয় দেখিয়ে ৪৪ লক্ষ টাকা লোপাট

প্রতীকী চিত্র

নতুন ছকের সাইবার প্রতারণায় শিকার হলেন নয়ডার ৭৬ বছরের সরলা দেবী। পহেলগাম হামলার সঙ্গে তাঁর নাম জড়িয়ে গিয়েছে—এই ভয় দেখিয়ে ২৩ দিনের মধ্যে এক চক্র তাঁর কাছ থেকে হাতিয়ে নিল প্রায় ৪৪ লক্ষ টাকা। এই ঘটনায় অভিযোগ দায়ের হলেও এখনও কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত ১৮ জুলাই প্রথম ফোনটি আসে সরলাদেবীর মোবাইলে। ফোনের অপর প্রান্তে এক তরুণী নিজেকে টেলিকম সংস্থার কর্মী পরিচয় দিয়ে জানান, মুম্বইয়ে তাঁর নম্বর দিয়ে অপরাধমূলক কাজ চলছে— অনলাইন জুয়া থেকে মাদক পাচার, সবেতেই নাকি জড়িয়ে গিয়েছে তাঁর নাম। কিছুক্ষণের মধ্যেই এক ব্যক্তি নিজেকে মুম্বই পুলিশের এএসপি পরিচয় দিয়ে ভিডিও কলে যোগাযোগ করেন। পুলিশের পোশাকে সেজে থাকা ওই ব্যক্তি বৃদ্ধাকে জানান, তাঁর নামে একাধিক ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলা হয়েছে, যেগুলি দিয়ে জঙ্গিদের টাকা পাঠানো হয়েছে।

এই কথা শুনে ভয়ে তটস্থ হয়ে পড়েন সরলাদেবী। প্রতারকরা জানান, গ্রেপ্তার এড়াতে নিয়মিত তাঁকে টাকা জমা দিতে হবে এবং তদন্তে সহযোগিতা করতে হবে। এই ছুতোয় ২০ জুলাই থেকে ১৩ আগস্ট পর্যন্ত একাধিক ট্রান্সফারে মোট ৪৪ লক্ষ টাকা পাঠিয়ে দেন তিনি।


আগস্টের মাঝামাঝি প্রতারণার ফাঁদ বুঝতে পেরে সরলাদেবী সরাসরি থানায় অভিযোগ দায়ের করেন। নয়ডার সেওয়ার থানায় সেই অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হলেও এখনও কোনও অভিযুক্তকে ধরা যায়নি। পুলিশ সূত্রে খবর, টাকা ফেরানোর চেষ্টা চলছে।

সাইবার দপ্তরের আধিকারিকরা জানিয়েছেন, এটিই ‘ডিজিটাল অ্যারেস্ট’-এর এক আদর্শ উদাহরণ। তাঁরা সাধারণ নাগরিকদের সতর্ক থাকার পরামর্শ দিয়ে বলেছেন, কোনও অজানা নম্বর থেকে ফোন এলে বা পুলিশের পরিচয়ে টাকা চাওয়া হলে সরাসরি থানায় যোগাযোগ করতে হবে।