ছত্তিশগড়ের সুকমা জেলায় নিরাপত্তা বাহিনীর শিবিরে বিস্ফোরণ ঘটানোর ছক বানচাল করল যৌথবাহিনী। শুক্রবার গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে চার মাওবাদীকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশের দাবি, ধৃতরা নিষিদ্ধ মাওবাদী সংগঠন সিপিআই (মাওবাদী)-র সশস্ত্র শাখা পিএলজিএ-র সক্রিয় সদস্য এবং তাঁরা ২৯ জুন বেদরে নিরাপত্তা বাহিনীর শিবিরে আইইডি পুঁতে রেখেছিলেন।
সুকমা জেলা পুলিশের তরফে জানানো হয়েছে, ধৃত চারজন হলেন তমু জোগা (২৫), পুনেম বুধরা (২৪), মাদকাম ভীমা (২৩) এবং মিডিয়াম আয়তু (২৪)। জাগারগুন্ডা থানা এলাকার বোদাঙ্গুডা গ্রামের কাছে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। ধৃতদের কাছ থেকে একটি টিফিন বক্সে তৈরি আইইডি, বিস্ফোরক তৈরির বেশ কিছু উপকরণ এবং মাওবাদী প্রচারসামগ্রী উদ্ধার হয়েছে।
প্রসঙ্গত, দীর্ঘদিন ধরেই বস্তার অঞ্চলে পিএলজিএ জঙ্গিদের বিরুদ্ধে ধারাবাহিক অভিযান চালাচ্ছে সিআরপিএফ এবং ছত্তিশগড় পুলিশ। সেই অভিযানেরই অঙ্গ হিসেবে এই অপারেশন বলে মনে করা হচ্ছে।
মাওবাদী আন্দোলনের শিকড় কেটে ফেলার লক্ষ্যে ২০২০ সালে রাজ্য সরকার চালু করেছিল ‘লোন ভারাতু’ নামের পুনর্বাসন প্রকল্প, যার অর্থ গোন্ড ভাষায় ‘তোমার বাড়ি ফিরে যাও’। পাশাপাশি, ২০২০৩ সালে ‘নিয়া নার নিয়া পুলিশ’ (আমাদের গ্রাম, আমাদের পুলিশ) নামে একটি জনসংযোগমূলক কর্মসূচিও শুরু হয়। এই কর্মসূচিগুলির ফলে ইতিমধ্যেই আত্মসমর্পণ করেছেন হাজারের বেশি মাওবাদী। নিহত হয়েছেন বহু শীর্ষ নেতা।
পুলিশের এক আধিকারিক বলেন, ‘নিরাপত্তা বাহিনীর তৎপরতা এবং স্থানীয়দের সহযোগিতায় বড়সড় নাশকতা এড়ানো সম্ভব হয়েছে। ধৃতদের জেরা করে আরও তথ্য উদ্ধারের চেষ্টা চলছে।’ উল্লেখ্য, ছত্তিশগড়ের মাওবাদী-প্রবণ অঞ্চলে জঙ্গি কার্যকলাপ দমনে যৌথবাহিনীর এই ধরনের অভিযান আগামী দিনেও জারি থাকবে বলে প্রশাসনের তরফে জানানো হয়েছে।