তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী রেভন্ত রেড্ডি শুক্রবার ৩১ অক্টোবর তাঁর মন্ত্রিসভার সম্প্রসারণ করবেন। দলীয় সূত্র জানাচ্ছে যে, মন্ত্রিসভার সম্প্রসারণে মহম্মদ আজহারউদ্দিন মন্ত্রী পদে শপথ গ্রহণ করবেন। শোনা যাচ্ছে যে, অল ইন্ডিয়া কংগ্রেস কমিটি (এআইসিসি) রাজ্য মন্ত্রিসভার সম্প্রসারণকে সবুজ সংকেত দিয়েছে। সূত্রের খবর, কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব গত কয়েকদিন ধরে মন্ত্রিসভার সম্প্রসারণ নিয়ে আলোচনা করেছে। বর্তমানে, রাজ্য মন্ত্রিসভায় ১৫ জন মন্ত্রী রয়েছেন এবং আরও ৩ জনকে মন্ত্রী পদ দেওয়ার সম্ভাবনা রয়েছে।
বর্তমানে তেলেঙ্গানা রাজ্যের মন্ত্রিসভায় মুসলিম সম্প্রদায়ের প্রতিনিধিত্ব নেই। ২০২৩ সালের বিধানসভা নির্বাচনে কংগ্রেস পার্টির পক্ষ থেকে একজন মুসলিম বিধায়কও নির্বাচিত হয়নি। এই কারণে মুসলিম সম্প্রদায়কে মন্ত্রিসভায় স্থান দেওয়া সম্ভব হয়নি। কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব কোনও না কোনও ভাবে মুসলিমদের মন্ত্রিসভায় স্থান দেওয়ার পরিকল্পনা করছে।
আজহারউদ্দিন ২০২৩ সালে জুবিলি হিলস বিধানসভা আসন থেকে নির্বাচন প্রতিদ্বন্দ্বিতা করে পরাজিত হয়েছিলেন। তিনি আসন্ন জুবিলি হিলস উপনির্বাচনে লড়াই করার ইচ্ছা প্রকাশ করেছেন। তবে কংগ্রেসের কেন্দ্রীয় নেতৃত্ব তাঁকে এমএলসি করার সিদ্ধান্ত নিয়েছে। কংগ্রেস দল রাজ্যপাল কোটা থেকে প্রাক্তন ক্রিকেটার মহম্মদ আজহারউদ্দিন এবং তেলেঙ্গানা জন সমিতির সভাপতি এম কোডান্ডারামকে এমএলসি নির্বাচিত করেছে। তবে রাজ্যপাল এখনও পর্যন্ত দুই নামেই অনুমোদন দেননি।
সূত্রের অনুযায়ী, কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব এমএলসি নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন না হওয়া সত্ত্বেও আজহারউদ্দিনকে মন্ত্রী পদে শপথ গ্রহণের অনুমোদন দিয়েছে, মন্ত্রিসভা সম্প্রসারণ নিয়ে গত দু’দিন ধরে এআইসিসিতে ব্যাপক আলোচনা হয়েছে।
সূত্রের খবর, যদি আজহারউদ্দিনকে রাজ্যপাল কোটা অনুযায়ী এমএলসি হওয়ার সুযোগ না পাওয়া যায়, তবে শীঘ্রই কিছু এমএলসি আসন খালি হবে, যেখানে তাঁকে সুযোগ দেওয়া হবে। কংগ্রেসের সূত্র অনুযায়ী, মন্ত্রী পদে শপথ নেওয়ার ৬ মাসের মধ্যে আজহারউদ্দিনকে এমএলসি করার সম্ভাবনা রয়েছে। সামাজিক সমীকরণকে মাথায় রেখে অন্য দু’জনকে মন্ত্রী পদ দেওয়ার বিষয়ে আলোচনা চলছে।