আত্মহত্যা করলেন অন্ধ্রের প্রাক্তন স্পিকার কোডেলা শিবপ্রসাদ রাও

কোডেলা শিবপ্রসাদ রাও (File Photo: IANS)

আত্মহত্যা করলেন অন্ধ্রপ্রদেশ বিধানসভার প্রাক্তন স্পিকার কোডেলা শিবপ্রসাদ রাও । সােমবার সকাল তাঁর শােয়ার ঘরে গলায় দড়ি দিয়ে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয় তাঁকে। পরে হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘােষণা করেন ডাক্তাররা।

অন্ধ্রের বহুদিনের রাজনীতিক ছিলেন কোডেলা। এন টি রামা রাও যখন তেলেগু দেশমের পত্তন করেন, তখন তাঁর হাত ধরেই রাজনীতিতে হাতেখড়ি তাঁর। পরে চন্দ্রবাবু নায়ডু যখন মুখ্যমন্ত্রী ছিলেন, তখন অন্ধ্র বিধানসভার স্পিকার হয়েছিলেন তিনি।

সম্প্রতি বিধানসভা ভােটের পর কোডেলা পদ হরিয়েছেন। কিন্তু তাঁর পরই জগন্মােহন রেড্ডির নেতৃত্বে রাজ্যে নতুন সরকার ক্ষমতায় এসে তাঁর পরিবারের একাধিক সদস্যের বিরুদ্ধে দুর্নীতি মামলা দায়ের করে।


তেলুগু দেশমের বক্তব্য, রাজনৈতিক প্রতিহিংসা নিয়ে ওই সব মালমা করা হয়েছিল। তারপর থেকেই হতাশায় ভুগছিলেন কোডেলা।

তাঁর পরিবারের সদস্যরা জানিয়েছে, এদিন সকালে ঘুম থেকে উঠে প্রাতঃরাশ করেন শিবপ্রসাদ। তার পর তাঁর নিজের ঘরে চলে যান। অনেকক্ষণ ধরে কোনও সাড়াশব্দ নেই দেখে যখন দরজা ভাঙা হয়, দেখা যায় তিনি গলায় দড়ি দিয়ে ঝুলছেন।