আগামী সপ্তাহে ভারতে আসছেন তালিবান বিদেশমন্ত্রী

ভারতে আসছেন আফগানিস্তানের তালিবান সরকারের বিদেশমন্ত্রী আমির খান মুত্তাকি। সব ঠিকঠাক থাকলে আগামী ৯ অক্টোবর ভারত সফরে আসতে পারেন তিনি। ২০২১ সালে তালিবান আফগানিস্তানে ক্ষমতায় বসার পরে এই প্রথম কাবুল থেকে কোনও শীর্ষস্তরের প্রতিনিধি নয়াদিল্লিতে আসছেন। ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গেও বৈঠক করার কথা রয়েছে তাঁর।

সূত্রের খবর, মুত্তাকির আন্তর্জাতিক সফর নিয়ে যে বিধিনিষেধ ছিল, তা সাময়িকভাবে প্রত্যাহার করেছে ইউনাইটেড নেশনস সিকিউরিটি কাউন্সিল। রাষ্ট্রসঙ্ঘের নিরাপত্তা পরিষদ তাঁকে ৯ থেকে ১৬ অক্টোবরের মধ্যে ভারতে আসার জন্য অনুমতি দিয়েছে। তার পরেই দিল্লিতে আসা চূড়ান্ত করেছেন মুত্তাকি। গত কয়েক মাস ধরেই মুত্তাকি এবং অন্য তালিবান নেতাদের সঙ্গে দফায় দফায় বৈঠক করেছেন ভারতীয় বিদেশ সচিব বিক্রম মিস্রী, বিদেশ মন্ত্রকের শীর্ষ আধিকারিক জেপি সিংহ।

প্রসঙ্গত, ২০২১ সালের আগস্টে মার্কিন নেতৃত্বাধীন বাহিনী আফগানিস্তান থেকে সরে গেলে তালিবান দ্রুত দেশ দখল করে নেয়। তারা কাবুলে প্রবেশ করলে তৎকালীন প্রেসিডেন্ট আশরাফ ঘানি দেশত্যাগ করেন। এরপর সরকার গঠন করে তালিবান। তালিবান সরকারের এখনও আন্তর্জাতিক স্বীকৃতি মেলেনি, যদিও ভারতসহ বহু দেশ মানবিক ও নিরাপত্তাজনিত কারণে সীমিত যোগাযোগ বজায় রেখেছে।


চলতি বছর জুলাইয়ে রাশিয়া প্রথম দেশ হিসেবে তালিবান শাসনকে আনুষ্ঠানিক স্বীকৃতি দেয়। চলতি বছর ভারতে পহেলগামে হামলার ঘটনায় ধিক্কার জানিয়েছিল তালিবান সরকার। অপারেশন সিঁদুর অভিযানে ভারত পাকিস্তানে জঙ্গিঘাঁটি ধ্বংস করার পর ১৫ মে মুত্তাকির সঙ্গে ফোনে কথা বলেন ভারতীয় বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। আফগানিস্তানে তালিবান ক্ষমতায় আসার পরে এই প্রথম দুই দেশের মন্ত্রীদের মধ্যে কথা হয়।

এদিকে ভারত অতীতে আফগানিস্তানের পরিকাঠামো, স্কুল ও হাসপাতাল নির্মাণে বিপুল অর্থ বিনিয়োগ করেছে। তবে তালিবান ক্ষমতায় আসার পর কূটনৈতিক সাহায্য প্রায় বন্ধ করে দেয় নয়াদিল্লি।