ঘন কুয়াশার জেরে দিল্লিতে একাধিক উড়ান দেরিতে

ছবি: এএনআই

ঘন কুয়াশার দাপটে শনিবার সকাল থেকে দিল্লির আকাশপথ কার্যত অচল হয়ে পড়ে। ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে একাধিক উড়ান দেরিতে ওঠানামা করে। কুয়াশার জেরে দৃশ্যমানতা অত্যন্ত কমে যাওয়ায় বিমান চলাচল ব্যাহত হয় বলে বিমানবন্দর সূত্রে জানা গিয়েছে।

সকালের দিকে দৃশ্যমানতা বিপজ্জনক স্তরে নেমে আসে। এর ফলে দেশীয় ও আন্তর্জাতিক— দু’ধরনের উড়ানেই প্রভাব পড়ে। যাত্রীদের দীর্ঘক্ষণ বিমানবন্দরে অপেক্ষা করতে হয়। বহু যাত্রী ভোগান্তির কথা জানান, কেউ কেউ আবার সংযোগকারী উড়ান মিস করেন।

এর মধ্যেই দিল্লির বায়ুস্তরের গুণমানের সূচক আরও উদ্বেগজনক আকার ধারণ করে। শনিবার সকালে দিল্লির বায়ুগুণমানের গড় সূচক ছিল ‘খুব খারাপ’। বিশেষজ্ঞদের মতে, ঘন কুয়াশা ও দূষণের মিলিত প্রভাবেই পরিস্থিতি আরও জটিল হয়েছে। শিশু, বয়স্ক এবং শ্বাসকষ্টে ভোগা মানুষদের বাড়ির বাইরে না বেরোনোর পরামর্শ দেওয়া হয়েছে।


আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আগামী কয়েক দিন উত্তর ভারতে কুয়াশার দাপট বজায় থাকতে পারে। ফলে দিল্লি ও সংলগ্ন এলাকায় উড়ান পরিষেবায় আরও প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে। যাত্রীদের উড়ানের সময়সূচি আগেভাগে যাচাই করার পরামর্শ দিয়েছে বিমান সংস্থাগুলি।