ইতিহাসে প্রথম বার রাজ্যসভায় ৩৮- এ নেমে গেল কংগ্রেসের আসন

রাজ্যসভায় জম্মু ও কাশ্মীর পুনর্গঠন বিল ২০১৯ পাস করার পরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে শুভেচ্ছা জানাচ্ছেন। (Photo: IANS/RSTV)

উত্তরপ্রদেশ এবং উত্তরাখণ্ডে সােমবারের নির্বাচনে ১০ টি আসন জিতে রাজ্যসভায় সংখ্যাগরিষ্ঠতার দোরগােড়ায় পৌঁছে গেল বিজেপি নেতৃত্বাধীন জোট। ইতিহাসে এই প্রথমবার উচ্চকক্ষ অর্থাৎ রাজ্যসভার প্রধান বিরােধী দল কংগ্রেসের আসন নেমে এল ৩৮- এ।

বিজেপির রাজ্যসভা সংসদের সংখ্যা দাঁড়াল ৯৪। ২৪৫ আসনের রাজ্যসভায় জেডি(ইউ ), এডিএমকে, রিপাবলিকান পার্টি অফ ইন্ডিয়া (এ), অসম গণ পরিষদের মতাে সহযােগী দলগুলিকে নিয়ে শাসকজোটের আসনসংখ্যা ১১৮ য় পৌছল।

উত্তরপ্রদেশে ভােট হওয়া ১০ টি রাজ্যসভা আসনের মধ্যে এ বার ৮ টি দখল করেছে বিজেপি। জয়ী প্রার্থীদের মধ্যে রয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী হরদীপ সিংহ পুরী এবং প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী চন্দ্রশেখরের ছেলে নীরজশেখর।


অন্য ২টি আসনে জিতেছেন সমাজবাদী পার্টির রামগোপাল যাদব এবং বহুজন সমাজ পার্টির রামজি গৌতম। উজৱাখণ্ডের একমাত্র আসনটিতে জিতেছে বিজেপি। কংগ্রেসের সাংসদ রাজ ব্ববরের মেয়াদ  শেষ হওয়ায় আসনটি খালি হয়েছিল।

প্রসঙ্গত, উত্তরপ্রদেশে গতবার ১ টি আসনে জিতলেও এ বার কংগ্রেসের ঝুলি শূন্য। সে বার এই ১০ টি আসনের মধ্যে ৬ টিতে জিতেছিল বিজেপি। এ বার তারা ৩টি আসন বাড়িয়ে নিতে পেরেছে।