প্রথমবার ছত্তিশগড়ের ৫৪টি গ্রামে প্রজাতন্ত্রে উড়বে পতাকা

প্রথম বার, প্রজাতন্ত্র দিবসের দিনে জাতীয় পতাকা উড়তে চলেছে ছত্তিশগড়ের ৫৪টি গ্রামে। বস্তার এলাকার পুলিশের আইজি সুন্দররাজ পাট্টিলিঙ্গম জানিয়েছেন, যে সমস্ত গ্রামে প্রথম বার ৭৭তম প্রজাতন্ত্র দিবস পালিত হতে চলেছে সেগুলির মধ্যে বিজাপুরে আছে ১৭টি গ্রাম। এ ছাড়াও নারায়ণপুরের ২৫টি এবং সুকমার ১৭টি গ্রামে এই প্রথম প্রজাতন্ত্র দিবসে জাতীয় পতাকা উত্তোলন করা হবে।

তবে এর মধ্যে বেশ কয়েকটি গ্রামে আগেও জাতীয় পতাকা তোলা হয়েছে। ওই ৫৪টি গ্রামের মধ্যে ১৩টিতে গত বছর স্বাধীনতা দিবস পালিত হয়েছিল বলেও জানিয়েছেন পুলিশ আধিকারিকরা।

বস্তার এলাকার এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, আগে আদিবাসী অধ্যুষিত ওই অঞ্চলে নিরাপত্তার জন্য শিবির করা হলে সন্দেহের চোখে দেখতেন বাসিন্দারা। এখন সেই বাসিন্দারাই প্রজাতন্ত্র দিবস পালন করার জন্য উৎসাহী হয়ে প্রস্তুতি নিচ্ছেন।


শনিবারই বিজাপুর এলাকায় তল্লাশি অভিযানে প্রচুর পরিমাণ বিস্ফোরক এবং আইইডি  উদ্ধার হয়েছে। পুলিশ সূত্রে খবর, ওই বিস্ফোরক উদ্ধার হয়েছে মাদদেদ থানার বান্দেপাড়া এবং নীলামাদগু গ্রামের মধ্যে থাকা জঙ্গল থেকে। নিরাপত্তারক্ষীদের উপর হামলার জন্য ওই বিস্ফোরক পুঁতে রেখেছিল মাওবাদীরা বলেও দাবি পুলিশের।