শব্দবাজি নিষিদ্ধ হওয়া উচিত গোটা দেশে: সুপ্রিম কোর্ট

ফাইল ছবি।

সুপ্রিম কোর্ট শব্দবাজি নিষিদ্ধ করার ব্যাপারে একটি মামলার পরিপ্রেক্ষিতে পর্যবেক্ষণ করেছে যে, শুধুমাত্র দিল্লি-এনসিআরে কেন শব্দবাজি নিষিদ্ধ হবে? কেন দিল্লি-এনসিআরের পাশাপাশি অন্যান্য শহরগুলিতেও নিষিদ্ধ করা হবে না শব্দবাজির ব্যবহার? ভারতের অনেক শহরে মাত্রাতিরিক্ত দূষণ দেখা যায়, সেই শহরগুলিতেও শব্দবাজি সংক্রান্ত নিষেধাজ্ঞা কেন জারি করা হবে না, এই নিয়ে প্রশ্ন তুলল সুপ্রিম কোর্ট।

সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বি আর গাবাই পর্যবেক্ষণ করেন যে, দিল্লি এনসিআরের বাসিন্দারা যদি দূষণমুক্ত পরিবেশে নিশ্বাস নেওয়ার সুবিধা পান সেক্ষেত্রে অন্য শহরের বাসিন্দারা কেন সেই অধিকার থেকে বঞ্চিত হবেন? তিনি জোর দিয়ে বলেন যে, শব্দবাজির ক্ষেত্রে গোটা দেশে একইরকম নিয়ম চালু করা উচিত। সুপ্রিম কোর্ট থেকে এরপর এয়ার কোয়ালিটি ম্যানেজমেন্টকে (সিএকিউএম) নোটিস পাঠানো হয়। এক বছর শব্দবাজি নিষিদ্ধ করার সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে মামলা করেন বাজি নির্মাতারা।