ফের আগুন মহাকুম্ভে। রবিবার সকালে প্রয়াগরাজের ১৯ নম্বর সেক্টরের ‘কল্পবাসী’ তাঁবুতে আগুন লাগে। গ্যাস লিক করার ফলে আগুন লাগে বলে প্রাথমিক তদন্তে জানা গিয়েছে। ঘটনাস্থলে দ্রুত পৌঁছায় দমকল বাহিনী। ১০ মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। এ দিনের অগ্নি সংযোগের ঘটনায় কোনও হতাহতের খবর নেই। দমকলের আধিকারিক প্রমোদ শর্মা জানিয়েছেন, ওম প্রকাশ পাণ্ডে সেবা সংস্থার তাঁবুতে আগুন লেগেছিল। ওই তাঁবুটি রাজেন্দ্র জয়সওয়াল নামে এক ব্যক্তির। আগুম লাগার খবর আসামাত্রই দমকল বাহিনীর তিনটি টিম ঘটনাস্থলে পৌঁছায়। দ্রুত আগুন নিভিয়ে ফেলা হয়। তবে, তাঁবুটি পুরোপুরি পুড়ে গিয়েছে।
এর আগে গত শুক্রবার কুম্ভমেলা এলাকার শঙ্করাচার্য মার্গের সেক্টর-১৮-তে আগুন লাগে। অগ্নিকাণ্ডের জেরে ২০ তাঁবু পুড়ে ছাই হয়ে যায়। ৩ ফেব্রুয়ারি একটি হট এয়ার বেলুন ফেটে অগ্নিদগ্ধ হয়েছিলেন ৬ জন। ৩০ জানুয়ারী, মহা কুম্ভমেলায় সেক্টর ২২-এর বাইরে চমনগঞ্জ চৌকির কাছে একটি খোলা জায়গায় আগুন লেগে প্রায় ১৫টি তাঁবু পুড়ে যায়। ১৯ জানুয়ারি রান্নার গ্যাসের সিলিন্ডার ফেটে আগুন লাগে মহাকুম্ভে। প্রায় ৫০টি তাঁবু পুড়ে ছাই হয়ে যায়। ২৫ জানুয়ারি সেক্টর ২-এ দুটি গাড়িতে আগুন লাগে। পর পর আগুন লাগার মতো ঘটনায় পুণ্যার্থীদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে।
২৯ জানুয়ারি মৌনী অমাবস্যার দিন বড় দুর্ঘটনা ঘটে মহাকুম্ভে। সেদিন লক্ষ লক্ষ পবিত্র স্নান করার জন্য সঙ্গমে যাচ্ছিলেন, তখনই পদপিষ্টের ঘটনা ঘটে। ৩০ জন ভক্ত প্রাণ হারান এবং প্রায় ৬০ জন আহত হন।