হরিয়ানার গুরুগ্রামের সরস্বতী এনক্লেভের এক বাড়িতে শুক্রবার গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে জীবন্ত ঝলসে মৃত্যু হয়েছে বিহারের চার বাসিন্দার। মৃতদের নাম মোহাম্মদ মুশতাক (২৮), নূর আলম (২৭), সাহিল (২২) এবং আমান (১৭) বলে শনাক্ত করা হয়েছে। তাঁরা সরস্বতী এনক্লেভের জে ব্লকের একটি ভাড়াবাড়িতে বসবাস করছিলেন। সূত্র মারফত জানা গিয়েছে, শুক্রবার রাত ১২:১৫ নাগাদ যখন আগুন লাগে, তখন তাঁরা একই ঘরে ঘুমাচ্ছিলেন। খবর পাওয়ার পরই পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং দমকল ও অ্যাম্বুলেন্স ডেকে পাঠায়। প্রাথমিক তদন্তে পুলিশের ধারণা, শর্ট সার্কিটের কারণে আগুন লেগেছিল।
সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে, মৃতদের মধ্যে এক নাবালকের বাবা জানিয়েছেন যে, তাঁরা ঘটনাস্থলে পোঁছানোর পর ঘর থেকে শব্দ শোনা যাচ্ছিল এবং এরপর তাঁরা জোরপূর্বক গেট খুলে ঘরের মধ্যে প্রবেশ করে দেখেন পুরো ঘর ধোঁয়ায় ভরে গিয়েছে। তিনি আরও বলেন, ”যখন দমকল এল, আমরা ইতিমধ্যেই আগুন নিভিয়ে ফেলেছিলাম।”
স্থানীয় এক বাসিন্দা জানিয়েছেন, মাঝরাতে পোড়ার গন্ধ পেয়ে বাইরে বেরিয়ে দেখেন বহুতলের দোতলার একটি ঘর থেকে কালো ধোঁয়া বেরোচ্ছে। তাঁরা দ্রুত সেখানে গিয়ে উদ্ধারের চেষ্টা করেন। তবে আগুন ছড়িয়ে পড়েছিল গোটা ঘরে। পুলিশ এবং দমকল এলেও ঘরের ভিতরে থাকা চার জনকে উদ্ধার করা যায়নি। কী ভাবে আগুন লাগল তা এখনও স্পষ্ট নয়। প্রাথমিক ভাবে শর্টসার্কিট বলেই মনে করছে পুলিশ।
এই ঘটনায় শোকপ্রকাশ করে কাউন্সিলর ব্রহ্মা যাদব বলেছেন, ”এই ঘটনা কল্পনাতীতভাবে ভয়াবহ। আমি এসএইচও স্যারের সঙ্গে কথা বলেছি। পুরো সরস্বতী এনক্লেভ মৃতদের পরিবারের পাশে রয়েছে। আমরা এই পরিবারকে আর্থিকসহ সমস্ত সহায়তা দেওয়ার চেষ্টা করব।”