গোয়ার নাইটক্লাবে আগুন, মৃত ২৫ জন, আহত কমপক্ষে ৫০ জন

গোয়ার একটি নাইট ক্লাবে ভয়াবহ অগ্নিকাণ্ড। রাতে ক্লাবে পার্টি চলাকালীন গ্যাস সিলিন্ডার ফেটে বিস্ফোরণ। শনিবার মধ্যরাতে গোয়ার একটি জনপ্রিয় নাইটক্লাবে বিধ্বংসী আগুনের জেরে মৃত্যু হয়েছে ২৫ জনের। আহত হয়েছেন কমপক্ষে ৫০ জন। ঘটনায় গ্রেপ্তার হয়েছেন নাইটক্লাবের ম্যানেজার। ইতিমধ্যেই ঘটনায় শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, রাষ্ট্রপিত দ্রৌপদী মুর্মু এবং গোয়ার মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্ত।

এই ঘটনায় রাজ্যের মুখ্যমন্ত্রী প্রমোদ সওয়ান্ত প্রথমে তদন্তের নির্দেশ ও সমবেদনা প্রকাশ করলেও পরে তিনি এই ঘটনার নেপথ্য কারণ নিয়ে মুখ খুলেছেন। তিনি দাবি করেন, উত্তর গোয়ার ওই নৈশক্লাবটিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের কারণ আতশবাজি পোড়ানো। পাশাপাশি হাতে গোনা প্রবেশপথ থাকায় মৃতের সংখ্যা বেড়েছে। যদিও গ্যাস সিলিন্ডার ব্লাস্টের দাবি উড়িয়ে দিয়েছেন গোয়ার মুখ্যমন্ত্রী।

নাইট ক্লাবটি বাগা সি-বিচ সংলগ্ন এলাকায় অবস্থিত, যা গোয়ার অন্যতম জনপ্রিয় সমুদ্র সৈকত। গোয়ার মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্ত এক সংবাদ সংস্থাকে জানিয়েছেন, ওই নাইটক্লাবের মালিকের বিরুদ্ধে এফআইআর করা হয়েছে। ইতিমধ্যেই ম্যানেজারকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনায় যে বা যাঁরা দোষী, তাঁরা শাস্তি পাবেন বলে জানান তিনি।


রবিবার সকালে গোয়া পুলিশ জানিয়েছে, এই দুর্ঘটনায় ২৫ জনের মৃত্যু হয়েছে। তাঁদের মধ্যে চার জন পর্যটক ছিলেন, ১৪ জন ওই নাইটক্লাবের কর্মী। এখনও পর্যন্ত সাত জনকে শনাক্ত করা যায়নি। প্রাথমিক ভাবে পুলিশের অনুমান, সিলিন্ডার ফেটেই এই দুর্ঘটনা ঘটেছে। যদিও প্রত্যক্ষদর্শীদের একাংশের দাবি, ক্লাবটির একতলায় যেখানে পর্যটকরা নাচ-হুল্লোড়ে মেতেছিলেন, প্রথমে সেখানে আগুন দেখা যায়। পরে তা ছড়িয়ে পড়ে। দমকল সূত্রে খবর, রবিবার ভোরের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। মৃতদেহগুলিকে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। আহতরা গোয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন।

পুলিশ সূত্রে খবর, বেসমেন্টের রান্নাঘরে আটকে পড়া ২৫ জনেরই মৃত্যু হয়েছে। তাঁদের মধ্যে চার জন পর্যটক রয়েছেন। দমকল সূত্রে খবর, বেশির ভাগেরই মৃত্যু হয়েছে ধোঁয়ার কারণে দমবন্ধ হয়ে। তাঁদের মধ্যে ১৪ জন হোটেলের কর্মী, চার জন পর্যটক এবং স্থানীয় কয়েক জন। ১৮ জনের দেহ শনাক্ত করা হয়েছে বলে পুলিশ সূত্রে খবর।

গোয়ার মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্ত প্রথমে এক্স হ্যান্ডলে লেখেন, ‘ঘটনার উপর নজর রাখছি। ২৫ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ৬ জন। আহতদের হাসপাতালে ভর্তি করানো হয়েছে।’ তিনি আরও বলেন,  ‘গোয়ার এই দুর্ঘটনা অত্যন্ত বেদনাদায়ক। ঘটনায় আমি গভীরভাবে শোকাহত। মৃতদের পরিবারের প্রতি আমার সমবেদনা রইল। আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। অগ্নিকাণ্ডের ঘটনায় ইতিমধ্যেই তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। অগ্নিকাণ্ডের সঠিক কারণ এবং ক্লাবে পর্যাপ্ত অগ্নি-নির্বাপক ব্যবস্থা ছিল কিনা, তা খতিয়ে দেখা হবে। দোষীদের রেয়াত করা হবে না।’ এর কয়েক ঘন্টা পরেই এই অগ্নিকাণ্ডের কারণ নিয়ে মুখ খোলেন।

ঘটনায় শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী। তিনি তাঁর এক্স হ্যান্ডলে লেখেন, ‘গোয়ার আরপোরায় অগ্নিকাণ্ডের ঘটনায় আমি মর্মাহত। মৃতদের পরিবারের প্রতি আমার সমবেদনা রইল। আহতরা দ্রুত সুস্থ হয়ে উঠুক। গোয়ার মুখ্যমন্ত্রীর সঙ্গে পরিস্থিতি সম্পর্কে কথা বলেছি। ক্ষতিগ্রস্তদের সম্ভাব্য সবরকম সহায়তা করবে রাজ্য সরকার।’ মৃতদের পরিবারের জন্য দু’লক্ষ টাকা করে এবং আহতদের জন্য ৫০ হাজার টাকা করে আর্থিক সাহায্যের কথা ঘোষণা করেছে কেন্দ্র।

মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহও। এক্স হ্যান্ডলে লিখেছেন, ‘স্থানীয় প্রশাসন উদ্ধারকাজ চালাচ্ছে এবং ক্ষতিগ্রস্তদের প্রয়োজনীয় সহায়তার চেষ্টা করছে। যাঁরা প্রাণ হারিয়েছেন, তাঁদের পরিবারের প্রতি গভীর সমবেদনা রইল। খুবই মর্মান্তিক ঘটনা। আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি।’