দিল্লিতে মহিলা সাব ইন্সপেক্টরের ঝুলন্ত দেহ উদ্ধার

প্রতীকী চিত্র

এক মহিলা সাব ইন্সপেক্টরের ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়াল। দিল্লির রোহিণীর সেক্টর-১১ এর ঘটনা। তাঁর নাম সবিতা। মৃত পুলিশকর্মী আমান বিহার পুলিশ স্টেশনে কর্মরত ছিলেন। ২০২১ সালের ব্যাচে বাহিনীতে যোগ দেন তিনি। আমান বিহার পুলিশ স্টেশনে পোস্টিংয়ের পর থেকেই থাকতেন রোহিণীর সেক্টর-১১-এ। তাঁর বাড়ি থেকেই ঝুলন্ত দেহ মিলেছে। কেন ওই মহিলা পুলিশকর্মী এমন কাণ্ড ঘটালেন তা নিয়ে তৈরি হয়েছে রহস্য। ঘটনার তদন্তে শুরু করেছে পুলিশ। এই ঘটনায় ফৌজদারি দণ্ডবিধির ১৭৪ ধারায় মামলা দায়ের হয়েছে।

হরিয়ানার ঝাজ্জর জেলার ছারা গ্রামের বাড়ি ছিল সবিতার। স্থানীয় সূত্রে খবর, অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির কাছে থেকে পুলিশের কাছে ফোন আসে যে রোহিণীতে এক মহিলা আত্মহত্যার চেষ্টা করছেন। খবর পেয়ে তৎক্ষণাৎ ওই ঠিকানায় পৌঁছয় পুলিশ। সেখানে পৌঁছনোর পর জানা যায়, সবিতাকে সিলিং ফ্যান থেকে ঝুলতে দেখতে পান তাঁর ভাই। সবিতার ভাই-ই জানলা ভেঙে ঘরে ঢুকে দিদিকে নামিয়ে হাসপাতালে নিয়ে যান।

যদিও শেষরক্ষা হয়নি। চিকিৎসকেরা ওই মহিলাকে মৃত বলে ঘোষণা করেন। পুলিশ সূত্রে খবর, এখনও পর্যন্ত ঘটনাস্থল থেকে কোনও সুইসাইড নোট উদ্ধার হয়নি। মহিলা সাব ইনস্পেক্টরের এই চরম পদক্ষেপের কারণ তাই এখনও অজানা। মৃত্যুর সঠিক কারণ খুঁজতে তদন্ত করে দেখছে পুলিশ। মৃতের ভাই এবং অন্যান্য আত্মীয়পরিজনদের সঙ্গে কথা বলছেন তদন্তকারীরা। একই সঙ্গে সবিতার সহকর্মীদের সঙ্গে কথা বলছে পুলিশ। দেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়েছে।