আমেরিকায় ভারতের রপ্তানিযোগ্য পণ্যে ট্রাম্পের শুল্কযুদ্ধের আবহে পাল্টা নিদান দিলেন এক কৃষক নেতা। ভারতীয় কিষাণ ইউনিয়নের ওই প্রধান গুরনাম সিং চাদুনি কেন্দ্র সরকারের কাছে আর্জি জানিয়েছেন, মার্কিন সংস্থাগুলিকে ভারতে নিষিদ্ধ করা হোক। তিনি বলেন, ‘আমেরিকা ভারতের উপর অনেক বেশি হারে শুল্ক আরোপ করেছে। আমেরিকা যখন আমাদের বিরুদ্ধে এরকম পদক্ষেপ করছে। তখন আমাদেরও উচিত এর কড়া জবাব দেওয়া। সেজন্য মার্কিন সংস্থাগুলিকে ভারতের মাটিতে নিষিদ্ধ করা হোক।’
গুরনাম সিং চাদুনি আরও বলেন, ‘মার্কিন সংস্থাগুলি সর্বত্র তাদের ব্যবসার প্রসার ঘটাচ্ছে। এটা বন্ধ করতে হবে। সংস্থাগুলিকে ভারতে নিষিদ্ধ করা উচিত। আমরা চাই না কেউ আমাদের উপর কিছু চাপিয়ে দিক। এখনই যদি আমরা কড়া ব্যবস্থা না নিই, তাহলে ভবিষ্যতে আমেরিকা এ ধরনের কাজ চালিয়ে যাবে এবং হুমকি দিয়ে যাবে।’
প্রসঙ্গত, ভারত ও রাশিয়ার বন্ধুত্ব ও বাণিজ্যিক সম্পর্ক দীর্ঘ কয়েক দশকের। ফলে মার্কিন নিষেধাজ্ঞাকে তোয়াক্কা না করে ভারত রাশিয়া থেকে এখনও তেল কেনা চালিয়ে যাচ্ছে। আর তার শাস্তিস্বরূপ বাড়তি ২৫ শতাংশ কর বসালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অর্থাৎ এবার ভারতীয় পণ্যের উপর মোট ৫০ শতাংশ শুল্ক আরোপ করতে চলেছে আমেরিকা। আর সেই সিদ্ধান্তের বদলা নিতেই এবার সরব হলেন কৃষক নেতা গুরনাম সিং চাদুনি।