সারা দেশে বাঙালি হেনস্থার খবর কিছুদিন থেকেই সংবাদ মাধ্যমের শিরোনামে এসেছে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বাঙালি হেনস্থার বিরুদ্ধে নানা পদক্ষেপ নিয়েছেন। এমনকি ২১ জুলাই দলীয় মঞ্চ থেকে তিনি ভাষা আন্দোলনের ডাক দিয়েছেন। তৃণমূলের একাধিক সংসদ বাঙালি হেনস্থার বিরুদ্ধে গিয়ে বিজেপিকে নিশানা করেছেন। এবার বাঙালি হেনস্থার ইস্যুতে বাংলার মুখ্যমন্ত্রীর পাশে দাঁড়ালেন ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার। সারা দেশে বাঙালি হেনস্থার জন্য তিনি বিজেপির পাশাপাশি আরএসএসকেও দায়ী করেছেন।
মানিক সরকারের কথায়, ‘এটা বিজেপি আর আরএসএস করছে। বিশেষ করে মুসলমানদের টার্গেট করার চেষ্টা করা হচ্ছে।’ বাঙলায় কথা বললেই কি বাংলাদেশি হয়ে যায়? এ নিয়েও প্রশ্ন তুলেছেন সিপিএম নেতা মানিক। তিনি বলেছেন, এসব করছে বিজেপি-আরএসএস। তারা একটি সম্প্রদায়ের মানুষকে টার্গেট করেছে। বাংলা যাঁদের মাতৃভাষা, তাঁরা সেই ভাষায় কথা বললেই বাংলাদেশি হয়ে গেল, এটা ঠিক নয়। মানিকের মতে, বাংলাদেশের ঘটনার পরিপ্রেক্ষিতে বিজেপি-আরএসএস নতুন সংবিধান তৈরির নামে নানা কর্মসূচি হাতে নিয়েছে, এটা তার মধ্যে একটি। সংখ্যালঘু, দলিত বিদ্বেষী মনোভাব দেখাচ্ছে বিজেপি।
২১ জুলাইয়ের মঞ্চ থেকে বৃহত্তর ভাষা আন্দোলনের ডাক দিয়েছিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। যদিও এনিয়ে বাংলার মুখ্যমন্ত্রীর পাশে সরাসরি দাঁড়ায়নি বাংলার সিপিএম নেতৃত্ব। তবে ভিনরাজ্যের বর্ষীয়ান সিপিএম নেতা তথা ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার বাঙালি হেনস্থার ইস্যুতে মমতার পাশে দাঁড়ালেন।