গোয়া নাইটক্লাব অগ্নিকাণ্ড: দিল্লি, গোয়া ও হরিয়ানার ৯টি জায়গায় ইডির হানা

প্রতীকী চিত্র

গোয়ার ভয়াবহ নাইটক্লাব অগ্নিকাণ্ড মামলার তদন্তে শুক্রবার দিল্লি, গোয়া ও হরিয়ানার মোট ন’টি জায়গায় একযোগে তল্লাশি অভিযান চালাল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। অর্থপাচার সংক্রান্ত অভিযোগের ভিত্তিতেই এই অভিযান বলে সূত্রের খবর।

ইডি সূত্রে জানা গেছে, গোয়ার ওই নাইটক্লাব অগ্নিকাণ্ডের ঘটনায় আর্থিক অনিয়ম, অবৈধ লেনদেন এবং নিরাপত্তা বিধি লঙ্ঘনের সঙ্গে যুক্ত আর্থিক যোগসূত্র খতিয়ে দেখতেই এই তল্লাশি। অভিযানের আওতায় নাইটক্লাবের মালিক, পরিচালন সংস্থা এবং সংশ্লিষ্ট কয়েকজন মধ্যস্থতাকারীর অফিস ও আবাসনে তল্লাশি চালানো হয়েছে।

উল্লেখ্য, সম্প্রতি গোয়ার জনপ্রিয় এক নাইটক্লাবে ভয়াবহ অগ্নিকাণ্ডে একাধিক মানুষের মৃত্যু ও বহু মানুষ আহত হন। ঘটনার পর থেকেই লাইসেন্স, অগ্নিনির্বাপণ ব্যবস্থা এবং বেআইনি আর্থিক লেনদেন নিয়ে একাধিক প্রশ্ন ওঠে। রাজ্য পুলিশ ও অন্যান্য তদন্তকারী সংস্থা আগে থেকেই আলাদা আলাদা ভাবে তদন্ত চালাচ্ছিল।


ইডির প্রাথমিক তদন্তে সন্দেহ করা হচ্ছে, বেআইনি উপায়ে আয় করা অর্থ বিভিন্ন রাজ্যে বিনিয়োগ ও সম্পত্তি কেনার কাজে ব্যবহার করা হয়েছে। সেই সূত্র ধরেই দিল্লি, গোয়া এবং হরিয়ানায় এই তল্লাশি অভিযান। তল্লাশির সময় একাধিক নথি, ডিজিটাল ডিভাইস এবং আর্থিক লেনদেন সংক্রান্ত তথ্য বাজেয়াপ্ত করা হয়েছে বলে জানা গেছে। ইডি আধিকারিকদের মতে, এই নথিগুলি খতিয়ে দেখার পর মামলায় আরও নতুন তথ্য সামনে আসতে পারে।

এই ঘটনায় এখনও পর্যন্ত কোনও গ্রেপ্তারের খবর না মিললেও, তদন্তের পরিধি আরও বাড়তে পারে বলেই ইঙ্গিত দিয়েছে ইডি।