ছত্তিসগড়ে ৩টি মদ উৎপাদন সংস্থার ৬৮.১৬ কোটির সম্পত্তি বাজেয়াপ্ত

প্রতীকী চিত্র

দুর্নীতি মামলায় তিনটি বড় মদ উৎপাদন সংস্থার বিরুদ্ধে বড়সড় পদক্ষেপ করল আর্থিক বিষয়ক দুর্নীতির তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। ছত্তিসগড়ে চতুর্থবারের এই অভিযানে ৬৮.১৬ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করেছে ইডি। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার এই সিদ্ধান্তকে কর্পোরেট ও আর্থিক সংস্থাগুলির অনিয়মের বিরুদ্ধে কড়া বার্তা হিসেবে দেখা হচ্ছে।

ইডি সূত্রে জানা গিয়েছে, বাজেয়াপ্ত সম্পত্তির মধ্যে রয়েছে ওই তিনটি মদ কারখানার জমি, বিল্ডিং এবং অন্যান্য সম্পদ। মামলায় অভিযোগ করা হয়েছে যে, এই প্রতিষ্ঠানগুলি মদ বিক্রিতে সরকারের নিয়মিত কর ও ফি এড়িয়ে অবৈধভাবে মুনাফা অর্জন করছিল। এই সম্পত্তি বাজেয়াপ্তের মাধ্যমে সরকারের ক্ষতিপূরণ নিশ্চিত করা সম্ভব হবে। সেই সঙ্গে ভবিষ্যতে অন্য আর্থিক অপরাধ প্রতিরোধে নজির সৃষ্টি করবে।

ইডি-র কর্মকর্তারা জানিয়েছেন, তদন্ত চলাকালীন এই প্রতিষ্ঠানগুলোর বিভিন্ন আর্থিক নথি এবং ব্যালান্স শীট পর্যালোচনা করে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বাজেয়াপ্ত সম্পত্তি থেকে প্রাপ্ত অর্থ সরকারের কোষাগারে ফেরত যাবে।


বিশেষজ্ঞদের মতে, এই ধরনের পদক্ষেপ শুধুমাত্র আর্থিক শৃঙ্খলা বজায় রাখার ক্ষেত্রে নয়, বরং ব্যবসায়ীদের মধ্যে সতর্কতার বার্তা প্রেরণেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এই তিনটি কারখানা একাধিক বছর ধরে এই কেলেঙ্কারিতে যুক্ত ছিল বলে অভিযোগ। মোদি সরকার এবং সংশ্লিষ্ট প্রশাসনিক সূত্রের মতে, আগামী দিনে এই ধরনের আর্থিক অপরাধ ও দুর্নীতিগুলির ক্ষেত্রে আরও দ্রুত ও কঠোর পদক্ষেপ নেওয়া হবে।