সরকারি অফিসারের ছদ্মবেশে কোটি কোটি টাকার প্রতারণার অভিযোগ। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)-র জালে ধরা পড়ল এক যুবক, যাঁর বিরুদ্ধে প্রায় ২০০ কোটি টাকার প্রতারণার অভিযোগ উঠেছে। ধৃতের নাম উৎপলকুমার চৌধুরী। নিজেকে ত্রিপুরা সরকারের উচ্চশিক্ষা দপ্তরের অধিকর্তা হিসাবে পরিচয় দিয়ে দীর্ঘদিন ধরে একাধিক ব্যক্তি ও প্রতিষ্ঠানকে প্রতারিত করছিলেন তিনি।
ইডি সূত্রে জানা গিয়েছে, উৎপলের কাছ থেকে উদ্ধার হয়েছে বিপুল সংখ্যক জাল সরকারি স্ট্যাম্প, ভুয়ো পরিচয়পত্র এবং বিভিন্ন দপ্তরের নকল নথি। শুধু ত্রিপুরা নয়, দিল্লি, হরিয়ানা এবং পশ্চিমবঙ্গেও ছড়িয়ে রয়েছে তাঁর প্রতারণার জাল। তদন্তকারীদের দাবি, একটি ভুয়ো বেসরকারি সংস্থা খুলে উৎপল বিভিন্ন ব্যবসায়ী ও সংস্থার সঙ্গে যোগাযোগ করেন। সরকারি প্রকল্প পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে মোটা অঙ্কের অর্থ আদায় করেন।
এমনকি, ফরেন কনট্রিবিউশন রেগুলেশন অ্যাক্ট অনুমোদিত একটি স্বীকৃত বেসরকারি সংস্থার অ্যাকাউন্ট ব্যবহারের মাধ্যমে আর্থিক লেনদেন করেছেন বলেও অভিযোগ উঠেছে। ইডি আরও জানিয়েছে, উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে বহু ছাত্রছাত্রীর কাছ থেকেও লক্ষ লক্ষ টাকা আদায় করেছেন উৎপল।
প্রাথমিক তদন্তে উঠে এসেছে, ত্রিপুরার একাধিক সরকারি আধিকারিকের সঙ্গেও তাঁর যোগাযোগ ছিল। তাঁদের মাধ্যমে উৎপল বিভিন্ন উচ্চপদস্থ ব্যক্তি ও সংস্থার সঙ্গে সাক্ষাৎ করার সুযোগ পেতেন বলে অনুমান। ইতিমধ্যেই ধৃতকে জিজ্ঞাসাবাদ করে প্রতারণার পরিসর ও তার সঙ্গে যুক্ত অন্যান্য ব্যক্তিদের খোঁজে তল্লাশি চালাচ্ছে ইডি। আগামী দিনে আরও গুরুত্বপূর্ণ তথ্য সামনে আসতে পারে বলে মনে করছেন তদন্তকারীরা।