আফগানিস্তানে ফের ভূমিকম্প

নিউ দিল্লি, ৪ জানুয়ারি: গভীর রাতে আফগানিস্তানে ফের ভূমিকম্প। রিখটার স্কেলে যার মাত্রা ছিল ৪.৩। গত এক সপ্তাহে এই নিয়ে তৃতীয়বার ভূমিকম্পের কবলে আফগানিস্তান। এই তৃতীয় ভূমিকম্পটি হয় রাত ১টা বেজে ১২ মিনিটে। যার গভীরতা ছিল ১২০ কিলোমিটার।

ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি (এনসিএস) জানিয়েছে, বুধবার আফগানিস্তানের ফয়জাবাদে দুটি মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। তেমনটাই জানিয়েছে এনসিএস। আজ X হ্যান্ডেলে এনসিএস পোস্ট করেছে,”এটি মাত্রার ৪.৩ ভূমিকম্প। সময় রাত ১টা বেজে ১২ মিনিট ১১ সেকেন্ড। যার অক্ষাংশ ছিল ৩৮.২৪, দীর্ঘ ৭৪.৩১, গভীরতা ১২০ কিমি। স্থান আফগানিস্তান।”

আফগানিস্তানে গত এক সপ্তাহের মধ্যে এটি তৃতীয় ভূমিকম্প। প্রথম ভূমিকম্পটি হয়েছিল ০০:২৮:৫২ IST-এ ফায়জাবাদের ৮০ কিলোমিটার গভীরে, ১২৬ কিলোমিটার পূর্বে। যেখানে, দ্বিতীয়টি ঘটেছে ফয়জাবাদের ১০০ কিমি ইএসই ০০:৫৫:৫৫ IST-এ। যার গভীরতা ছিল ১০০ কিলোমিটার।