নিখরচায় থাকবেন ৪হাজার তীর্থযাত্রী, নতুন ভবনের উদ্বোধন বৈষ্ণোদেবীতে

দূর্গা ভবন

শ্রীনগর , ১৭মার্চ- বৈষ্ণোদেবীর যাত্রীদের জন্য এবার নতুন সুবিধের ব্যবস্থা করা হল। শনিবার জম্মু-কাশ্মীরের রাজ্যপাল সত্যপাল মালিক পাঁচ তলা দুর্গাভবনের উদ্বোধন করেন। এখানে নিখরচায় চার হাজার তীর্থযাত্রী থাকতে পারবেন।

এই নতুন ভবনটি তৈরি করতে খরচ পড়েছে ৫০কোটি টাকা। বৈষ্ণোদেবী দর্শনে যারা আসেন, তাঁরা সব সময় উপযুক্ত থাকার ব্যবস্থা পান না। সেই কারণেই দুর্গা ভবন নির্মাণ করা হল বলে জানিয়েছেন শ্রীমাতা বৈষ্ণদেবী দর্শনে যারা আসেন, তাঁরা সবসময় উপযুক্ত থাকার ব্যবস্থা পান না। সেই কারণেই দুর্গা ভবন নির্মাণ করা হল বলে জানিয়েছেন শ্রীমাতা বৈষ্ণোদেবী শ্রাইন বোর্ডের মুখপাত্র। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্রী শ্রী রবিশঙ্কর , বিভিআর সুব্রমহ্ণ্যম্‌, জম্মু-কাশ্মীরের মুখ্যসচিব উমঙ্গ নারুলা এবং আরো কয়েকজন।

১৮৪০০ বর্গফুট এলাকাজুড়ে অবস্থিত দুর্গাভবন। এখানে তীর্থযাত্রীদের জন্য লকার, শৌচালয়, কম্বল ও শুকনো খাবারের ব্যবস্থা থাকবে। এই ভবনটি ভুম্নিকম্পরোধী বলেও জানানো হয়েছে।