ফের উত্তপ্ত উপত্যকা। জোড়া এনকাউন্টারে ২ জঙ্গির মৃত্যু হল উত্তর কাশ্মীরে। মঙ্গলবার সন্ধ্যায় কুপওয়ারা ও বান্দিপোরায় সেনা-জঙ্গি গুলির লড়াই শুরু হয়। মঙ্গলবার সন্ধ্যায় বান্দিপোরার কেতসুনের জঙ্গলে তল্লাশি অভিযান জানায় সেনা ও জম্মু-কাশ্মীর পুলিশের যৌথবাহিনী। এলাকায় নিরাপত্তাবাহিনীর উপস্থিতি বুঝতে পেরে এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করে জঙ্গলে আত্মগোপন করে থাকা জঙ্গিরা। জওয়ানরা পাল্টা গুলি চালালে শুরু হয় উভয় পক্ষের গুলির লড়াই। পুলিশের এক শীর্ষ আধিকারিক জানিয়েছেন, বান্দিপোরায় এনকাউন্টারে এক জঙ্গির মৃত্যু হয়েছে। এখনও একজন জঙ্গি আত্মগোপন করে রয়েছে। তাকে খুঁজতে এলাকায় তল্লাশি চালাচ্ছে নিরাপত্তাবাহিনী। তবে শেষ পাওয়া খবরে জঙ্গিরা কোন সংগঠনের সদস্য তা স্পষ্ট হয়নি।
কাশ্মীরে জোড়া এনকাউন্টার , নিহত ২ জঙ্গি
Anantnag: Security forces personnel during the ongoing encounter with terrorists in the Kokernag area, in Anantnag district, Friday, Sept. 15, 2023. (PTI Photo) (PTI09_15_2023_000083A)
এদিকে কুপওয়ারাতেও জঙ্গিরা লুকিয়ে রয়েছে বলে খবর মেলে। খবর পাওয়ার পরই এলাকা জুড়ে তল্লাশি অভিযান চালায় সেনা ও পুলিশের যৌথ বাহিনী। অভিযান চালানোর সময় এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করে জঙ্গিরা। দুই পক্ষের গুলির লড়াইয়ে এক জঙ্গির মৃত্যু হয়। ওই এলাকা আর কোনও জঙ্গি আত্মগোপন করে রয়েছে কিনা তা নিশ্চিত করতে তল্লাশি অভিযান চলছে।
সম্প্রতি জম্মু-কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা নিরাপত্তা সংক্রান্ত একটি উচ্চ পর্যায়ের বৈঠক করেন এবং নিরাপত্তা বাহিনীকে হামলা প্রতিরোধে কঠোর পদক্ষেপ করার নির্দেশ দেন। গত কিছুদিন ধরেই কাশ্মীরের বিভিন্ন জায়গায় একের পর এক এনকাউন্টারের ঘটনা ঘটে চলেছে। ফলে উদ্বেগ বেড়েছে স্থানীয় প্রশাসনের।