ফের ভিনরাজ্যে কাজে গিয়ে মৃত্যু হল তিন পরিযায়ী শ্রমিকের। তামিলনাড়ুতে রাজমিস্ত্রির কাজে গিয়ে মাটি চাপা পড়ে মারা গেলেন মুর্শিদাবাদের ৩ শ্রমিক। মৃতরা হলেন, সুতি থানার অরঙ্গাবাদ মোমিনপাড়ার ওবাইদুর রহমান (২৫), মহিষাস্থলী পঞ্চায়েতের শঙ্করপুর গ্রামের নাজিবুল হক (৩৩) এবং সামশেরগঞ্জ থানার প্রতাপগঞ্জ পঞ্চায়েতের উত্তর মহম্মদপুর গ্রামের হাবিল শেখ (৩৮)। পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, নীলগিরি জেলার কুন্নুরের ওথানাট্টি গ্রামে শনিবার বিকেলে ওই তিন জন পরিযায়ী শ্রমিকের মৃত্যু হয়েছে।
শনিবার বিকেল তিনটে নাগাদ পাঁচ জন শ্রমিক একজনের জমিতে কাজ করছিলেন। সেই সময়ে আচমকা উপর থেকে বিশাল অংশের মাটি ধসে পড়ে। তিন জন শ্রমিক ঘটনাস্থলেই মাটি চাপা পড়েন এবং দু’জন কোনও রকমে প্রাণে বাঁচেন বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।
খবর পেয়ে পুলিশ, দমকল ও উদ্ধারকারী দল ঘটনাস্থলে যায়। ওবাইদুর রহমানকে উদ্ধার করে ভেন্টিলেটর সাপোর্টে কুন্নুর হাসপাতাল নিয়ে যাওয়ার সময় পথেই মারা যান। বাকি দুই শ্রমিকের দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ঘটনায় অরুভানকাড়ু থানায় মামলা রুজু হয়েছে। রবিবার ওই তিন জনের মৃতদেহ ময়নাতদন্ত হয়েছে বলে জানা গিয়েছে।
এ দিকে, শনিবার মৃত্যুর খবর গ্রামের বাড়িতে এসে পৌঁছলে কান্নায় ভেঙে পড়েন পরিবারের সদস্যরা। মৃত্যুর খবর পেয়ে সামশেরগঞ্জের বিধায়ক তৃণমূলের আমিরুল ইসলাম পরিবারের সঙ্গে দেখা করে পাশে থাকার আশ্বাস দিয়েছেন। শ্রম দপ্তরের কর্তারাও দেখা করে প্রশাসনের তরফে সাহায্যের প্রতিশ্রুতি দিয়ে গিয়েছেন।
এই মৃত্যু পরিযায়ী শ্রমিকদের নিরাপত্তা ও কাজের পরিবেশ নিয়ে ফের বড় প্রশ্ন তুলে দিল। তিন যুবকের অকালমৃত্যু শুধু তিনটি পরিবারের নয়, গোটা এলাকার বুকে গভীর ক্ষত সৃষ্টি করল বলে মনে করছেন এলাকাবাসী।
জঙ্গিপুর পুলিশ জেলার এক আধিকারিক জানান, ‘কুন্নুরের ঠিকাদার ওই তিন জনের মৃতদেহ কলকাতা বিমানবন্দর পর্যন্ত পৌঁছে দেবেন। এর পরে কলকাতা থেকে মৃতদেহ বাড়ি পৌঁছনোর ব্যবস্থা করা হবে।’