নিউ ইয়র্কের ভারতীয় বংশোদ্ভূত মেয়র জোহরান মামদানির উপর অসন্তুষ্ট নয়াদিল্লি। সম্প্রতি ভারতের জেলে বন্দি উমর খালিদের উদ্দেশে একটি চিঠি লিখেছিলেন মামদানি। তাতেই এই অসন্তোষ। বিচারব্যবস্থা নিয়ে কড়া বার্তাও দেওয়া হয়েছে তাঁকে
শুক্রবার ভারতের বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল সাংবাদিকদের মুখোমুখি হলে তাঁকে মামদানির সেই চিঠি প্রসঙ্গে প্রশ্ন করা হয়। রণধীর মামদানির নাম উচ্চারণ করেননি। তিনি বলেন, ‘আমরা আশা করি, জনপ্রতিনিধিরা অন্য দেশের গণতন্ত্রের বিচারব্যবস্থার প্রতি শ্রদ্ধাশীল হবেন। যাঁরা নির্দিষ্ট কোনও পদে রয়েছেন, ব্যক্তিগত পক্ষপাত প্রকাশ করা তাঁদের শোভা পায় না। এই ধরনের মন্তব্য না করে তাঁদের উচিত নিজেদের দায়িত্বগুলি পালনে মনোনিবেশ করা।’