দিল্লিতে দূষণের মোকাবিলায় প্রথমবার নামানো হবে কৃত্রিম বৃষ্টিপাত

প্রতীকী চিত্র

দীপাবলিতে বাজি পোড়ানোর জেরে মাত্রাতিরিক্ত দূষণে বিপর্যস্ত দিল্লি। দূষণের মাত্রা গত কয়েকদিনে ছাড়িয়ে গিয়েছে ৪৫০। এই পরিস্থিতি সামাল দিতে দিল্লিতে প্রথম বার কৃত্রিম বৃষ্টিপাত নামানোর সিদ্ধান্ত নেওয়া হল দিল্লির বিজেপি সরকারের পক্ষ থেকে। মুখ্যমন্ত্রী রেখা গুপ্ত ঘোষণা করেছেন কৃত্রিমভাবে ‘ক্লাউড সিডিং’ করে বা মেঘ জমিয়ে আগামী ২৯ অক্টোবর দিল্লিতে বৃষ্টি নামানো হবে।

দিল্লির মুখ্যমন্ত্রী সম্প্রতি তাঁর এক্স হ্যান্ডলে লিখেছেন, ‘দিল্লির বুরারি এলাকায় এই প্রকল্প পরীক্ষামূলকভাবে চালানো হয়। প্রকল্পটি সফল হয়েছে। প্রথমবার দিল্লিতে কৃত্রিমভাবে মেঘ তৈরি করে বৃষ্টিপাতের প্রস্তুতি নেওয়া হয়েছে। এই প্রকল্প রাজধানীর বায়ুদূষণের বিরুদ্ধে লড়াইয়ে এক গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। শুধু প্রযুক্তিক্ষেত্রেই এই উদ্যোগ ঐতিহাসিক নয়, বরং দিল্লির দূষণের মোকাবিলা এবং পরিবেশের ভারসাম্য বজায় রাখার ক্ষেত্রে  এটি এক  বিশাল অগ্রগতি। আবহাওয়া দপ্তরের মতে ২৮, ২৯ ও ৩০ অক্টোবর দিল্লিতে মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে। যদি পরিস্থিতি অনুকূল  থাকে তবে ২৯ অক্টোবর  প্রথমবার কৃত্রিম বৃষ্টিপাতের সাক্ষী হবে দিল্লি।’

এই কৃত্রিম বৃষ্টিপাত ঘটানোর উদ্যোগে কানপুর আইআইটি দিল্লি সরকারকে সাহায্য করছে।  এই উদ্যোগে সরকার খরচ করছে ৩.২১ কোটি টাকা। কৃত্রিম বৃষ্টিপাত ঘটাতে দিল্লির আশেপাশের এলাকার উপর দিয়ে বিমান ওড়ানো হবে। জলীয় বাষ্পপূর্ণ মেঘের উপর আয়োডাইজড নুন ও রকসল্টের মিশ্রণ, সিলভার আয়োডিনের ন্যানোপার্টিকল ছড়ানো হবে যা মেঘের মধ্যে থাকা জলীয় বাষ্পকে সম্পৃক্ত করবে এবং এর ফলে বৃষ্টি নামবে। গত মাসে দিল্লি সরকার আইআইটি কানপুরের সঙ্গে ‘ক্লাউড সিডিং’-সংক্রান্ত একটি চুক্তি করেছে।