ফের বোমাতঙ্কে কাঁপল দিল্লি, একসঙ্গে ৫০টির বেশি স্কুলে হুমকি ই-মেল

প্রতিনিধিত্বমূলক চিত্র

রাজধানী দিল্লির শিক্ষাপ্রতিষ্ঠানে ফের ছড়াল বোমাতঙ্ক। বুধবার সকালে একসঙ্গে ৫০টিরও বেশি স্কুলে বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে পাঠানো হল ই-মেল। ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে অভিভাবক ও পড়ুয়াদের মধ্যে। পুলিশ খবর পেয়ে দ্রুত স্কুলগুলি খালি করে দেয়।

পুলিশ সূত্রে খবর, সকালেই বেশ কয়েকটি স্কুল কর্তৃপক্ষ ই-মেলটি দেখতে পান। সঙ্গে সঙ্গেই খবর দেওয়া হয় পুলিশকে। স্কুলগুলি তড়িঘড়ি খালি করে দেওয়া হয় এবং শুরু হয় তল্লাশি অভিযান। বম্ব স্কোয়াড, ডগ স্কোয়াড এবং ফরেন্সিক টিম মোতায়েন করা হয়েছে। এখনও পর্যন্ত কোথাও কোনও বিস্ফোরক মেলেনি।

প্রসঙ্গত, দিন কয়েক আগেও একই ধরনের আতঙ্ক ছড়িয়েছিল দিল্লির একাধিক স্কুলে। গত সোমবার রাজধানীর অন্তত ৩২টি স্কুলে একসঙ্গে হুমকি ই-মেল পাঠানো হয়েছিল। তখনও স্কুল খালি করে চিরুনি তল্লাশি চালায় পুলিশ। এর পর ফের ৫০টির বেশি স্কুলে একই ধরনের হুমকি চিঠি পৌঁছনোয় আতঙ্ক দ্বিগুণ হয়েছে।


পুলিশ এখনও নিশ্চিত নয়, এই হুমকি আদৌ ভুয়ো কি না। তদন্তকারীরা জানিয়েছেন, ই-মেল পাঠানোর আইডি খতিয়ে দেখা হচ্ছে। সোমবার যেখান থেকে এই ই-মেল পাঠানো হয়েছিল, সেটি ছিল ‘দ্য টেরবাইজার্স ১১১’ নামে একটি গ্রুপ। তারা ক্রিপ্টোকারেন্সিতে ৫ হাজার ডলার দাবি করেছিল এবং দাবি পূরণ না হলে স্কুল উড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছিল। বুধবারের ই-মেলও সেই একই প্রেরকের কিনা, তা যাচাই করছে তদন্তকারীরা।

উল্লেখ্য, দিল্লির স্কুলগুলিতে বোমা বিস্ফোরণের হুমকি নতুন কিছু নয়। গত বছরের মে মাসেও প্রায় ৩০০ স্কুলে একসঙ্গে হুমকি ই-মেল সাইবার অপরাধীরা। এ বছর জুলাই মাসেও টানা তিন দিন ধরে আটটি আলাদা স্কুলে বোমা মেরে উড়িয়ে দেওয়ার বার্তা এসেছিল। তবে তদন্তে প্রায় ক্ষেত্রেই দেখা গিয়েছে, এগুলি ভুয়ো আতঙ্ক তৈরি ছাড়া আর কিছু নয়।